শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

নেত্রকোণা
স্টার অনলাইন গ্রাফিক্স

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বন্যাকবলিত হাওরে নৌকাডুবির ঘটনায় শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের পাশের হাওরে এ ঘটনা ঘটে। মৃত মা জুলেখা বেগম (৪০) জুড়াইল দক্ষিণপাড়া গ্রামের হারেছ মিয়ার স্ত্রী।

কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'সকাল সাড়ে ১১টার দিকে জুলেখা বেগম তার এক কন্যাশিশু ও জাসহ আরও ৪ শিশুকে নিয়ে একটি ডিঙি নৌকায় হাওর দিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় প্রবল বাতাস শুরু হলে হঠাৎ নৌকাটি উল্টে যায়। পরে পানিতে পড়ে যাওয়া শিশুসন্তানকে বাঁচাতে মা প্রাণপণ চেষ্টা করেন এবং তিনি পানিতে ডুবে যান।'

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, 'পরে বিষয়টি জানতে পেরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে অন্যদের উদ্ধার করলেও নিখোঁজ হন জুলেখা। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয়রা দুপুরে জুলেখা বেগমের মরদেহ উদ্ধার করেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'

বন্যার পানিতে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

নেত্রকোণার কলমাকান্দায় বন্যার পানিতে ভেসে আসা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কলমাকান্দা থানার ওসি (তদন্ত) খোকন কুমার সাহা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'মরদেহের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আজ বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের ঘাগগড়া এলাকায় স্থানীয়রা বন্যার পানিতে ভাসমান এক অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে।
 

Comments

The Daily Star  | English

Subodh returns to Dhaka on Victory Day

Elusive artist HOBEKI?’s latest work conveys a message of gentle defiance

10m ago