সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে ২ ফায়ার সার্ভিস কর্মীকে

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরেণের ঘটনায় গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের ২ অগ্নিনির্বাপন কর্মীকে হেলিকপ্টারযোগে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হচ্ছে।

আজ রোববার দুপুর পৌণে ১টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী গাউসুল আজম ও সীতাকুণ্ডু স্টেশনের রবিউলকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। গাউসুলের শরীরের ৮০ শতাংশ এবং রবিউলের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।

আজ সকাল সোয়া ১০টায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫ অগ্নিনির্বাপক কর্মী নিহত ও ২ জন নিখোঁজ রয়েছেন।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত কুমিরা স্টেশন অফিসার (নার্সিং সহকারী) মনিরুজ্জামানের পরিচয় পাওয়া গেছে।

মিডিয়া সেলের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাজাহান শিকদার বলেন, 'সাম্প্রতিক ইতিহাসে কোনো দুর্ঘটনায় এতজন অগ্নিনির্বাপক কর্মী একসঙ্গে মারা যাননি।'

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরও ১৫ জন অগ্নিনির্বাপক কর্মী।

আগুন নেভানোর চেষ্টা করার সময় অগ্নিনির্বাপক কর্মীরা একটি কন্টেইনারের কাছাকাছি থাকা অবস্থায় সেটি বিস্ফোরিত হয়।

শাজাহান শিকদার জানান, কন্টেইনারে রাসায়নিক পদার্থ থাকার বিষয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়নি।

গতকাল রাত সাড়ে ৯টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ১৫ ঘণ্টা হয়ে গেলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরের কনটেইনার ডিপোতে লাগা আগুন।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৩৭ জন মরদেহ চমেক হাসপাতালে এসেছে।

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur’s Kalshi

Cause of the fire could not be known immediately

58m ago