পদ্মা সেতুতে এক দিনে রেকর্ড ৪ কোটি টাকা টোল আদায়

ছবি: সংগৃহীত

পদ্মা সেতুতে গতকাল শুক্রবার এক দিনে রেকর্ড ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় যানবাহন পারাপার হয়েছে ৩২ হাজার ৭২৩টি।

আজ শনিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক) দেওয়া এই হিসাব গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

পদ্মা সেতু চালু হওয়ার পর প্রথমবারের মতো এক দিনে ৪ কোটি টাকা আদায় হলো।

সেতু কর্তৃপক্ষের দেওয়া হিসাব অনুসারে, গতকাল মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পার হয়েছে ১৯ হাজার ৬৬৭টি যানবাহন। এতে এই পথে ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা টোল আদায় হয়েছে।

আর জাজিরা প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ১২ হাজার ৫৬টি যানবাহন। এ প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।
এর আগে ১ জুলাই পদ্মা সেতুতে ৩ কোটি ১৬ লাখ টাকা টোল আদায় করা হয়। ওই দিন সেতু দিয়ে যানবাহন পারাপার হয় ২৬ হাজার ৩৯৮টি।

Comments

The Daily Star  | English

Protesters set Nepal parliament on fire

Hundreds have breached the parliament area and torched the main building, a spokesman for the Parliament Secretariat says

48m ago