পদ্মা সেতু এলাকায় জাদুঘর নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

একনেক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। ছবি: স্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু এলাকায় একটি জাদুঘর নির্মাণের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। যেখানে সেতু নির্মাণে জড়িত সবার সঙ্গে প্রধানমন্ত্রীর গ্রুপ ছবি সংরক্ষিত থাকবে।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, 'পদ্মা সেতুর সঙ্গে জড়িত শ্রমিক থেকে শুরু করে সচিব পর্যন্ত সবার সঙ্গে প্রধানমন্ত্রী গ্রুপ ছবি তুলবেন এবং সেই ছবি জাদুঘরে সংরক্ষিত থাকবে।'

'এ ছাড়া, পদ্মা সেতু সংশ্লিষ্ট সব কিছু এই জাদুঘরে সংরক্ষিত থাকবে। এটি ফরিদপুরের ভাঙ্গায় নির্মাণের ইচ্ছে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Mimi, nostalgia and new bites

Local, global brands offer treats for all budgets, with young people driving the demand

12h ago