পদ্মা সেতুর উদ্দেশে ১০ হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা

শরীয়তপুর থেকে পদ্মা সেতু দেখতে ১০ হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা বের করেছে জেলা আওয়ামীলীগ। ছবি: স্টার

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শরীয়তপুর থেকে মোটরসাইকেল, বাস, ট্রাক, ভ্যানসহ বিভিন্ন যানবাহনে এবং পায়ে হেঁটে ছুটে চলছে মানুষ। যানবাহন না পেয়ে পায়ে হেঁটে প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রওনা দিয়েছেন অনেকে।

জেলা শহর থেকে সভাস্থলে যোগ দিতে ১০ হাজার মোটরসাইকেল নিয়ে সভাস্থলের দিকে ছুটছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জাজিরা টিঅ্যান্ডটি মোড় থেকে সমাবেশস্থল কাঠালবাড়ি পর্যন্ত ১৭ কিলোমিটার সড়ক জুড়ে  যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

ছবি: স্টার

শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন দিপু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ আমরা আনন্দিত, উচ্ছ্বসিত, আজ আমাদের গর্ব করার একটি জিনিস আছে, সেটি হচ্ছে পদ্মা সেতু। পদ্মা বিজয়ের উৎসব পালন করছি আমরা। আমরা ১০ হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছি।'

এদিকে এ অনুষ্ঠানে যোগ দিতে লঞ্চ ও ট্রলারযোগে ভেদরগঞ্জ, নড়িয়া, সখিপুর ও চরাঞ্চলের মানুষ রওনা হয়েছেন।

কাঠালবাড়ি পর্যন্ত পুরো সড়ক ছেয়ে গেছে পদ্মা সেতু, প্রধানমন্ত্রী আর বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার ফেস্টুনে।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

10h ago