পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ১০০ টাকার স্মারক নোট

ছবি: বাংলাদেশ ব্যাংক

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক।

আগামীকাল শনিবার সেতু উদ্বোধনের পরের দিন থেকে এই স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় এবং পরে অন্যান্য অফিসে পাওয়া যাবে।

ছবি: বাংলাদেশ ব্যাংক

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১০০ টাকার এই স্মারক নোট সংগ্রহ করা যাবে দেড়শ টাকা দিয়ে। আর ফোল্ডার ও খামসহ সংগ্রহ করতে চাইলে লাগবে ২০০ টাকা।

১৪৬ মিলিমিটার × ৬৩ মিলিমিটার আকারের এই নোটে থাকবে কেন্দ্রীয় ব্যাংকের সদ্য সাবেক গর্ভনর ফজলে কবিরের স্বাক্ষর।

নোটের এক পিঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতির সঙ্গে রয়েছে পদ্মা সেতুর ছবি। উপরের অংশে লেখা আছে 'জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু'।

নোটের অন্য পিঠে মুদ্রিত হয়েছে পদ্মা সেতুর ছবি। উপরে ইংরেজিতে 'Padma Bridge- The symbol of national pride ONE HUNDRED TAKA লেখা আছে।

বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নোটটি মুদ্রিত হয়েছে ১০০ শতাংশ কটন কাগজে। এর সম্মুখভাগে বঙ্গবন্ধুর প্রতিকৃতির বাম পাশে ৪ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা আছে। ডানদিকের জলছাপ অংশে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, '200' এবং 'বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম' মুদ্রিত রয়েছে।

Comments

The Daily Star  | English
govt employees punishment rule

Govt employees can now be punished for infractions within 14 working days

Law ministry issues ordinance amending the Public Service Act, 2018

3h ago