পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ডোপ টেস্ট করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: স্টার ফাইল ছবি

মাদক রোধে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ডোপ টেস্ট করা হবে, এ জন্য আইন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রোববার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির সময় ডোপ টেস্ট কার্যকর করা হবে কি না গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন জিরো টলারেন্সের কথা বলছিলেন আমরা আগেই পুলিশ বাহিনীতে ডোপ টেস্ট শুরু করে দিয়েছিলাম। আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগ যাদের হবে সিভিল সার্জন যে টেস্ট করেন সেখানে ডোপ টেস্টও করবেন। সেটাও করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এটার আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলোপ করতে হবে, সেই প্রচেষ্টা আমরা শুরু করেছি। ইউনিভার্সিটির ক্ষেত্রে আইন তৈরি করা হচ্ছে, আইনে এটা থাকবে। মেডিকেল টেস্ট করা হবে ভর্তি সময়, তার মধ্যে ডোপ টেস্টও করা হবে।

Comments

The Daily Star  | English
Osman Hadi air ambulance to Singapore for treatment

Air ambulance carrying Hadi departs Dhaka for Singapore

Critically injured Dhaka-8 aspirant set for Singapore treatment after emergency government decision

2h ago