বাংলাদেশ ও ভারতের মধ্যে মিতালী এক্সপ্রেসের যাত্রা শুরু

মিতালী এক্সপ্রেস
মিতালী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠান লাইভ করা হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে তৃতীয় যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেসের যাত্রা শুরু হচ্ছে।

আজ বুধবার সকাল ১০টা ১০ মিনিটে নয়াদিল্লির রেলভবন থেকে ভার্চুয়ালি নতুন এই ট্রেনের যাত্রা উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

গত বছরের ২৬ মার্চ বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী মিতালী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। এটি চলাচল করবে চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগ ব্যবহার করে। তবে মহামারির কারণে এর কার্যক্রম এতদিন শুরু হয়নি। আজ এই ট্রেনের প্রথম যাত্রা শুরু হলো।

রেল কর্মকর্তারা জানান, ১০টি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কোচ বিশিষ্ট সরাসরি ট্রেনটি প্রতি সপ্তাহে ২ বার ঢাকা থেকে এবং ২ বার নিউ জলপাইগুড়ি থেকে পরিচালিত হবে।

আজ সকাল ১১টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মিতালী এক্সপ্রেস ছেড়ে আসবে এবং রাত ১০টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন ও নিউ জলপাইগুড়ি স্টেশনে এই ট্রেনের কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

9h ago