মহানবীকে (সা.) নিয়ে বিজেপি নেতার মন্তব্য

ইসলামী আন্দোলনের স্মারকলিপি ভারতীয় হাইকমিশনে দেওয়া হয়েছে: পুলিশ

দুপুরে ভারতীয় হাইকমিশনের উদ্দেশে রওনা হয়ে শান্তিনগর মোড়ে পুলিশি বাঁধার মুখে পড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল। ছবি: মুনতাকিম সাদ/স্টার

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার আসাদুজ্জামান আজ বৃহস্পতিবার বিকেলে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে সংগঠনটির ৫ সদস্যের প্রতিনিধিদল ভারতীয় হাইকমিশনের বাংলাদেশ প্রতিনিধির কাছে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়।

ডিএমপি উপকমিশনার আসাদুজ্জামান বলেন, 'ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল আমার কার্যালয়ে এসে স্মারকলিপি দেয়। পরে আমরা সেটি ভারতীয় হাইকমিশনের কাছে হস্তান্তর করি।'

ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন- ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম সচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম ও সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।

সংগঠনটির একটি সমাবেশ প্রথমে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল নিয়ে শান্তিনগর মোড় পর্যন্ত গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তা বন্ধ করে।

সে সময় মগবাজার থেকে পল্টন এলাকা পর্যন্ত যানচলাচল বন্ধ হয়ে যায়।

পরে সংগঠনের ৫ সদস্যের প্রতিনিধিদল পুলিশের সহযোগিতায় গুলশানে ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে রওনা হয়।

Comments

The Daily Star  | English

Commonwealth keen to support Bangladesh in political reforms: secretary-general

'We will be happy to provide the support if Bangladesh requires it, especially the support for constitutional reforms,' says Shirley Ayorkor Botchwey

1h ago