‘খালেদা জিয়া ঘরে ঘরে ত্রাণ দিয়েছেন, শেখ হাসিনা হেলিকপ্টারে দুর্গত এলাকায় ঘুরেছেন’

সিলেটের জৈন্তাপুরে ত্রাণ বিতরণকালে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ দিয়েছেন, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে দুর্গত এলাকায় ঘুরেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুরে ত্রাণ বিতরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, 'আমাদের মানুষ না খেয়ে আছে। বিনা চিকিৎসায় আছে। অথচ সরকার পদ্মা সেতু নিয়ে ব্যস্ত।'

দেশের মানুষকে অভুক্ত রেখে সরকার পদ্মা সেতু নিয়ে উৎসব করছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, 'সিলেটের ৩০ লাখ বানভাসি মানুষের জন্য সরকার মাত্র ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। অথচ পদ্মা সেতু উদ্বোধনে শত কোটি টাকা খরচ করছে।'

তিনি বলেন, 'বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকার ব্যর্থ হয়েছে। লাখ লাখ মানুষ ত্রাণের জন্য হাহাকার করলেও, প্রধানমন্ত্রী গুটিকয়েক মানুষকে ত্রাণ দিয়ে দায়িত্ব শেষ করেছেন।'

'২০০৪ সালের বন্যায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দিয়েছেন। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে বন্যাদুর্গত এলাকায় ঘুরে গেছেন,' বলেন মির্জা ফখরুল।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এর আগে সিলেট পৌঁছে তারা হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন।

Comments

The Daily Star  | English

22 sectors still pay wages below poverty line

At least 22 sectors in Bangladesh continue to pay their workers much less than what is needed to meet basic human needs.

7h ago