‘পদ্মা সেতু হলো, খুলনায় পাটকল চালু হবে কবে’

সিপিবি খুলনা জেলা কার্যালয়ে শুক্রবার এক সভায় বক্তব্য দিচ্ছেন রুহিন হোসেন প্রিন্স। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, 'পদ্মা সেতু হলো, এ অঞ্চলে উন্নয়নের কথা হচ্ছে। সরকারের কাছে জানতে চাই, খুলনায় পাটকল চালুসহ এ অঞ্চলে শিল্প-কৃষি উন্নয়ন হবে কবে?'

আজ শুক্রবার সিপিবি খুলনা জেলা কার্যালয়ে ডা. মনোজ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রুহিন হোসেন প্রিন্স এ কথা বলেন।

তিনি বলেন, 'পদ্মা সেতুর সুফল যেন দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ পায়, এজন্য কৃষি শিল্পের উন্নয়ন, স্বাস্থ্য শিক্ষার অগ্রগতি এবং কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে হবে।'

সিপিবি সাধারণ সম্পাদক বলেন, 'এ বছর ব্যাপকভাবে তরমুজ উৎপাদন করেও কৃষক দাম পায়নি। লোকসানের দায় কৃষককে নিতে হয়েছে।'

তিনি কৃষকদের এই ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

রুহিন হোসেন প্রিন্স বলেন, 'দেশের অধিকাংশ মানুষের আয় কমে গেছে। নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। এ অবস্থা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে রাষ্ট্রীয় উদ্যোগে নিত্যপণ্যের মজুদ, রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু করতে হবে।'

তিনি বলেন, 'সারা দেশে ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছে। গণতন্ত্রহীন পরিবেশে সাম্প্রদায়িক অপশক্তির অন্ধকারের অপশক্তি বেড়ে উঠছে। এ অবস্থায় নীতিনিষ্ঠ রাজনৈতিক দল সিপিবিসহ বামপন্থীদের বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলে চলমান দুঃশাসনের অবসান ও সরকার ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে হবে।'

সভায় আগামী ৩১ জুলাই কমরেড রতন সেনের মৃত্যুবার্ষিকী ও  জন্মশত বার্ষিকীর জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।

এছাড়া সভায় পশুর নদীতে বালু উত্তোলন করে কৃষিজমি ভরাট বন্ধে উদ্বেগ জানানো হয়।

Comments

The Daily Star  | English

Nahid urges govt to release accurate information

Calls for impartial probe into Milestone crash, demands transparency

2h ago