বিদেশ থেকে ফিরে জানাজায় যোগ দিলেন হাজী সেলিম

ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড নিয়ে দেশ ছাড়া আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম থাইল্যান্ড থেকে ঢাকায় ফিরেছেন।

হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ দ্য ডেইলি স্টারকে জানান, তাকে বহনকারী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট আজ দুপুর সোয়া ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তিনি আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর হাজী সেলিম সরাসরি পুরান ঢাকায় একটি জানাজায় অংশ নিতে যান।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজী সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়।

রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এই সময়সীমার মধ্যেই আওয়ামী লীগের এই সংসদ সদস্য গত ২ মে দেশ ছাড়েন।

Comments

The Daily Star  | English

Atif Aslam, December, and erasure of historical consciousness

Culture reveals what a society chooses to remember, and what it finds acceptable to forget

27m ago