৮০ লাখ মাদকাসক্তের ৪৮ শতাংশ শিক্ষিত: স্বরাষ্ট্রমন্ত্রী

home_minister.jpg
আসাদুজ্জামান খান। ফাইল ছবি

দেশে মাদকের ভয়বহতা রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, প্রথমেই মা-বাবার নজর থাকতে হবে। সবার নজর থাকতে হবে, আমাদের ভবিষ্যত প্রজন্ম যেন পথ না হারায়।

আজ রোববার বিকেলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত আমাদের হিসাবে আছে, বাংলাদেশে প্রায় ৭ দশমিক ৫ থেকে ৮ মিলিয়ন মাদকাসক্ত রয়েছে। কারো কারো পরিসংখ্যানে এটা আরও বেশি। মোট মাদকাসক্তের মধ্যে ৪৮ শতাংশ শিক্ষিত, ৪০ শতাংশ অশিক্ষিত। কারাগারে যারা অন্তরীণ আছে এর অধিকাংশ মাদক চোরাকারবারি কিংবা দীর্ঘ দিন মাদক আদান-প্রদান করছেন।

তিনি বলেন, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আমরা আইন সংশোধন করেছি, আমাদের বিচারের ব্যবস্থা আরও দ্রুত যাতে হয় তারও ব্যবস্থা আমরা করেছি। সব চেয়ে আশঙ্কার বিষয় মাদকসেবীদের ৮০ শতাংশ যুবক। এই ভয়ঙ্কর দিকটাকে যে কোনো মূল্যে অ্যাড্রেস করতে হবে। প্রধানমন্ত্রী সে জন্য জিরো টলারেন্সের কথা বলেছেন।

সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা জানা সবার দায়িত্ব আপনার ছেলে কী করে, আপনার প্রতিবেশীর ছেলেটা কী করে। মাদকের সঙ্গে জড়িত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে সঙ্গে খবর দেন। আপনারা নিজের কর্তব্য এভাবে পালন করুন না হলে আমাদের স্বপ্ন চুড়মার হয়ে যাবে।

তিনি আরও বলেন, মাদকাসক্তদের মধ্যে অধিকাংশ ইয়াবা ও হেরোইন সেবী। এখন নতুন একটা ড্রাগ এসেছে আইস। আমরা সীমান্ত নিয়ন্ত্রণে নেওয়ার প্রচেষ্টা নিচ্ছি। কিন্তু এই ব্যবসা এতই লাভজনক, কাজে এই ব্যবসায় অনেকেই প্রলুব্ধ হয় এবং বেছে নেয় নিজেদের জীবিকার জন্য। তাদের গন্তব্য হয় আমাদের কারাগারে হবে নতুবা ধুঁকে ধুঁকে তাদের জীবনের শেষ দিন গুনতে হবে।

গত বছর ২১ হাজার ৯৯২ জনের বিরুদ্ধে ২০ হাজার ৫৯২টি মামলা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Comments

The Daily Star  | English

Unbowed

Mobs vandalise, torch The Daily Star, Prothom Alo offices in nightlong mayhem; 28 Star journos rescued after being trapped for hours on rooftop

9h ago