৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

ট্রেনটির পেছন দিকের ৬ নম্বর বগির সামনের চাকা লাইনচ্যুত হয়। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তেলবাহী কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশনের লোকো-শেড ইনচার্জ মনির উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে যাওয়া রেলওয়ের একটি মেরামতকারী দল দীর্ঘ চার ঘণ্টা চেষ্টার পর লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করে। এতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।'

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ফতেহপুরে সিলেটগামী একটি তেলবাহী কনটেইনার ট্রেনের একটি বগির ৪টি চাকা রেলট্র্যাক থেকে ছিটকে পড়ে। এ ঘটনার পর দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Comments

The Daily Star  | English
Taka vs us dollar in Bangladesh

US dollar rises against taka

The American greenback was sold for as high as Tk 122.75 today, up from a high of Tk 122.30 last week

40m ago