এবার সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত

সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। ছবি: রয়টার্স

সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে দীর্ঘসময়ের বিরোধিতা প্রত্যাহার করেছে দেশটির ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি।

এর আগে ফিনল্যান্ড রোববার আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করে।

বিবিসি জানায়, ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি রোববার এ বিষয়ে একটি বৈঠক করে। বৈঠকের পর এক বিবৃতিতে পার্টি সুইডেনের ন্যাটোর সদস্যপদ পাওয়ার প্রস্তাবে সমর্থন করছে বলে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, 'সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে সুইডেনের ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য পার্টি কাজ করবে। কিন্তু পার্টি সুইডেনে পারমাণবিক অস্ত্র বা ন্যাটো ঘাঁটি চায় না।'

'আবেদন অনুমোদনের পর সুইডেনের ভেতরে পারমাণবিক অস্ত্র এবং স্থায়ী ঘাঁটি স্থাপনের চেষ্টা হলে এর বিরুদ্ধে পার্টি আপত্তি জানাবে,' এতে আরও বলা হয়।

এ সিদ্ধান্তের মধ্যে দিয়ে সুইডেন গত ২ শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো সামরিক নিরপেক্ষতার অবস্থান থেকে তার সরে যাওয়ার পথ প্রশস্ত করেছে।

সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, 'ন্যাটোতে যোগ দিতে আবেদনের সিদ্ধান্ত মানে "রাশিয়া বিরোধী কিছু নয়" বরং সুইডেনের জন্য ভালো।'

তার দল যতটা সম্ভব ফিনল্যান্ডের সঙ্গেই সুইডেনের পক্ষ থেকে আবেদনের চেষ্টা করছে বলে তিনি নিশ্চিত করেছেন।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের আগ্রহকে ভুল বলে অভিহিত করেছিলেন।

Comments

The Daily Star  | English

15 years of illegal chemical trade: Owner on the run after deadly Mirpur fire

He is accused of negligence leading to the deaths of 16 workers in a devastating fire

2h ago