প্রায় ২ বছর পর সৌদি আরবে বিদেশি হজযাত্রী

সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দেয়, এবার মোট ১০ লাখ মানুষকে হজে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে
সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দেয়, এবার মোট ১০ লাখ মানুষকে হজে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে। ছবি: এএফপি

করোনা মহামারির কারণে প্রায় ২ বছর বিরতি দিয়ে এ বছর বিদেশি হজযাত্রীদের মক্কায় যাওয়ার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এর ফলে গতকাল শনিবার ইন্দোনেশিয়া থেকে এক দল হজযাত্রী মদিনায় পৌঁছেছেন।

ইন্দোনেশিয়ার জাতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা গতকাল জানায়, হজযাত্রীরা শিগগির দক্ষিণের পবিত্র শহর মক্কার উদ্দেশ্যে রওনা হবেন।

গত মাসে সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দেয়, এবার মোট ১০ লাখ মানুষকে হজে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে। গত বছর ৬০ হাজার এবং ২০২০ সালে ১ হাজারেরও কম মানুষ হজ করার অনুমতি পেয়েছিলেন। গত ২ বছর দেশের বাইরে থেকে এসে কেউ হজে যোগ দিতে পারেননি।

দেশটির হজ মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মেদ আল-বিজাউই রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল আল এখবারিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'আজ আমরা ইন্দোনেশিয়া থেকে আগত হজযাত্রীদের প্রথম দলকে স্বাগত জানিয়েছি। এ ছাড়াও, ভারত ও মালয়েশিয়া থেকে ফ্লাইট আসা অব্যাহত থাকবে।'

'মহামারির কারণে ২ বছর বিরতির পর আজ আমরা আনন্দের সঙ্গে সৌদি আরবের বাইরে থেকে আসা আল্লাহর মেহমানদের গ্রহণ করেছি', যোগ করেন তিনি।

আল-বিজাউই আরও জানান, এ বছর সৌদি আরব হজ যাত্রীদের গ্রহণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

২০১৯ সালের হজে ২৫ লাখ মানুষ অংশগ্রহণ করেছিলেন।

মহামারির আগে হজ পালন সৌদি আরবের অন্যতম প্রধান আয়ের উৎস ছিল। এই খাত থেকে প্রতি বছর প্রায় ১২ বিলিয়ন ডলার উপার্জন করে দেশটি।

হজ মন্ত্রণালয় থেকে জানানো হয়, এ বছর হজে কেবল ৬৫ বছরের চেয়ে কম বয়সী এবং করোনার টিকা দিয়েছেন এমন মানুষদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for three hours between 11am and 2pm

1h ago