‘তুমি কেমন করে গান করো হে গুণী’

বাংলাদেশে রবীন্দ্রসংগীতের কথা বললে প্রথমেই যে গুণী শিল্পীর নাম আসে তিনি হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। সুরের সাধনা ও পরিবেশনা দিয়ে তিনি জয় করেছেন দেশ-বিদেশের রবীন্দ্রভক্তদের হদয়। স্টার লাইভের “আনসেন্সরড উইথ রাফি হোসেন” অনুষ্ঠানে এই সর্বজন শ্রদ্ধেয় শিল্পী জানান বিশ্বভারতীতে তাঁর সেসব সোনালী দিনের স্মৃতি। আরও জানান, তাঁর সংগীত প্রতিষ্ঠান সুরের ধারা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা।

Comments

The Daily Star  | English

Reform push or an ideological trade-off?

NCP's alignment with Jamaat took shape during the talks at the National Consensus Commission

8h ago