প্রথম কাজ জলাবদ্ধতা দূর করা: দায়িত্বগ্রহণের পর মেয়র রিফাত

দায়িত্বগ্রহণের পর নগরীর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত মেয়রকে শুভেচ্ছা জানানো হয়। ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেছেন।

গত মঙ্গলবার শপথ নেওয়ার ২ দিন পর আজ বৃহস্পতিবার বেলা ১২টায় নগর ভবনের মেয়রের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম।

২০১১ সালে গঠিত কুমিল্লা সিটি করপোরেশনের এই প্রথম বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আরফানুল হক রিফাত।

দায়িত্বগ্রহণের পর মেয়র সাংবাদিকদের বলেন, 'আমার প্রথম কাজ নগরীর সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা দূর করা। ঈদের পরে জলাবদ্ধতা নিয়ে সবাইকে নিয়ে কাজ শুরু করব। এছাড়া শহরে যেন যানজট না থাকে সে বিষয় আমার নিজের কিছু পরিকল্পনা আছে।'

কুমিল্লাবাসীর উদ্দেশে মেয়র রিফাত বলেন, 'আপনারা অপেক্ষা করুন। পুরো কুমিল্লা সিটিকে একটি আধুনিক শহরে পরিণত করব।'

পরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক, যুবলীগসহ রাজনৈতিক নেতাকর্মী ও নগরীর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত মেয়রকে শুভেচ্ছা জানানো হয়।

এদিকে সিটির ২৫ জন কাউন্সিলর আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করলেও, উপস্থিত ছিলেন না কারাগারে থাকা ২ কাউন্সিলর গোলাম কিবরিয়া ও ইকরাম হোসেন বাবু।

পরে কুমিল্লা সিটি করপোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে নবনির্বাচিত কাউন্সিলদের সঙ্গে প্রথম সভায় নগরীর নানা বিষয় নিয়ে আলোচনা করেন মেয়র আরফানুক হক রিফাত।

Comments

The Daily Star  | English

Ducsu AGS candidates: Rights, safety, reforms their top agendas

A total of 25 candidates are contesting for the post of assistant general secretary (AGS) in this year's Dhaka University Central Students' Union (Ducsu) election, scheduled for September 9.

13h ago