কোভ্যাক্সের আওতায় সাড়ে ১১ কোটি টিকা পেয়েছে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ রোববার সংসদে বলেছেন, বাংলাদেশ কোভ্যাক্সের আওতায় বিনামূল্যে মোট ১১ দশমিক ৫০ কোটির বেশি করোনাভাইরাসের টিকা পেয়েছে।

জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, বাংলাদেশ এ পর্যন্ত মোট ২৯ দশমিক ৫ কোটি কোভিড-১৯ টিকা পেয়েছে। এর মধ্যে সরকার ১৮ কোটি টিকা কিনেছে। বাকি টিকা এসেছে কোভ্যাক্স সুবিধার আওতায় বিনামূল্যে।

ট্রেজারি বেঞ্চের আলী আজমের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সরকারের দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা আছে। ৫ বছরের বেশি বয়সী সব নাগরিক করোনার টিকার আওতায় আসবে।

মন্ত্রী জানান, গত ১ জুন পর্যন্ত দেশে মোট ১২ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার ৪৩৬ জনকে করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১১ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ৩৭১ জনকে। বুস্টার পেয়েছেন ১ কোটি ৫২ লাখ ৮৯ হাজার ৬১০ জন।

৪৬ কোম্পানির লাইসেন্স স্থগিত

আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভেজাল, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির কারণে সরকার ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত ৪৬টি ওষুধ কোম্পানির উৎপাদন লাইসেন্স স্থগিত করেছে।

৪৬টি কোম্পানির মধ্যে ১৭টি হোমিওপ্যাথিক, ১৪টি আয়ুর্বেদিক, ৬টি ইউনানি, ৫টি অ্যালোপ্যাথিক এবং ৪টি হারবাল কোম্পানি আছে।

একই অপরাধের জন্য ভ্রাম্যমাণ আদালত ২০২১ সালে মোট ২ হাজার ৩৬টি মামলা দায়ের করেছেন এবং ২৬ দশমিক ৭ মিলিয়ন টাকার বেশি জরিমানা করেছেন।

এ ছাড়া, এ বিষয়ে ম্যাজিস্ট্রেট আদালতে ৯১টি এবং মাদক আদালতে ২১টি মামলা করা হয়েছে বলে জানান মন্ত্রী।

Comments

The Daily Star  | English

Cops charge batons, fire tear shells as students enter Secretariat

40 of the injured were brought to Dhaka Medical College Hospital

3h ago