৫-১১ বছর বয়সী ১৫ লাখ শিশু পাচ্ছে করোনা টিকা, শুরু ১১ আগস্ট

jaahid-maalek.jpg
ছবি: সংগৃহীত

সারা দেশে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। আগামী ১১ আগস্ট প্রথমবার এবং ২৬ আগস্ট দ্বিতীয়বার টিকা দেওয়া হবে।

আজ রোববার সকালে রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমাদের হাতে এই মুহূর্তে শিশুদের জন্য প্রায় ৩০ লাখ ডোজ ভ্যাকসিন আছে। এগুলো দিয়ে আমরা ৫-১১ বছর বয়সী শিশুদের মধ্যে ১৫ লাখ শিশুকে টিকা দিতে পারব। পরবর্তীতে শিশুদের জন্য আরও টিকা আনা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা কিছুটা কমেছে। তবে এখনো করোনায় দুচারজন মারা যাচ্ছে। যারা মারা যাচ্ছেন, তাদের অধিকাংশই করোনার টিকা নেননি। আর করোনা এখনো পুরোপুরি বিদায় নেয়নি। যে কোনো সময় সংক্রমণ বাড়তে পারে। নিজেকে এবং একইসঙ্গে দেশকে বিপদমুক্ত রাখতে সবার করোনার টিকা নেওয়া উচিত। এখনো অনেকেই প্রথম ডোজ টিকাই নেয়নি। এখন টিকা না নিলে, হাতে মজুদ টিকার মেয়াদ দ্রুতই শেষ হয়ে যাবে। মেয়াদ থাকতে দ্বিতীয় ডোজ টিকা না নিলে তারা পরবর্তীতে আর বুস্টার ডোজ নিতে পারবে না।

Comments

The Daily Star  | English

NCP weighing its paths to JS

Nearly half of the NCP’s central leaders favour forging an alliance with the BNP ahead of the 13th national election in February.

10h ago