ফিনল্যান্ডের হেলসিংকিতে ভাষা শহীদদের স্মরণ

হেলসিংকিতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। ছবি: সংগৃহীত

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন উৎসর্গকারী মহান বীরদের স্মরণে দলমত নির্বিশেষে দেশটির বিভিন্ন কমিউনিটির সদস্যরা গতকাল বিকেল ৪টায়
হেলসিংকির ভালকিয়া তালোতে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন। 

এসময় উপস্থিত সুধীজন শহীদ বেধিতে পুষ্পাঞ্জলি প্রদানের পাশাপাশি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং মহান ভাষা শহীদদের আত্মত্যাগ ও আত্মজাগরণের গৌরবোজ্জ্বল ইতিহাসকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। 

দিবসের দ্বিতীয় পর্বের আয়োজনে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। এবারের আয়োজনে প্রায় অর্ধশতাধিক শিশু অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি আত্তে কালেভা শিশুদের মাঝে পদক ও সার্টিফিকেট বিতরণ করেন। পুরস্কার বিতরণী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় আত্তে কালেভা ৫২'র ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। 

তিনি তার বক্তব্যে বিদেশি কমিউনিটির ভাষা ও সংস্কৃতি রক্ষায় বর্তমান কোয়ালিশন কোকমুস সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। 

আত্তে কালেভা তার বক্তব্যে বাংলাদেশিদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজীকরণে তার সরকারের সদিচ্ছার কথা জানান। 

তিনি বলেন, 'ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করতে সিটি করপোরেশন সবসময় বাংলাদেশিদের সঙ্গে আছে এবং থাকবে।

একইসঙ্গে তিনি বাংলাদেশি কমিউনিটিকে অর্থায়নের দায়িত্ব নেওয়ার কথা স্মরণ করিয়ে দেন। 

ফিনল্যান্ডে ভাষা শহীদ মিনার বাস্তবায়ন কমিটির প্রধান ভূঁইয়া এন জামান একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় উপস্থিত সকলেই শহীদ মিনার নির্মাণ প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় আরও বক্তব্য রাখেন হেলসিংকি সিটি কাউন্সিলর প্রার্থী তাসলিমা আকতার জামান।

তৃতীয় পর্বে বিভিন্ন দেশের নাগরিকদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশি ব্যান্ড অচেনা ছাড়াও ফিনল্যান্ডের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মিকা হাস্সি আয়োলাহতো, নেপালের সারধ সাক্ষ এবং ঘানার ওসমান এবং উপস্থিত অনেকেই যে যার নিজস্ব ভাষায় গান পরিবেশন করেন। 

এবারের আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল বাহারি ধরনের দেশীয় খাবার ও পোশাকের সম্ভারে সাজানো বিভিন্ন স্টল। আয়োজনের শেষ বক্তব্যে অনুরূপ কান্তি দাশ সবাইকে ধন্যবাদ জানান। 

আয়ান সাইফুলের সঞ্চালনায় অনুষ্ঠানের কারিগরি সহযোগিতায় ছিলেন আরিফ এবং সহযোগিতায় ছিলেন আলী বাবু, আজিজুল হক, ইমন আহমেদ, তাপস খান, কাজিম উদ্দিন, রাকিবুল ও নোমান আব্দুল্লাহ প্রমুখ।

Comments

The Daily Star  | English
Strategies we can employ in tariff talks with the US

US tariff talks: Bangladesh writes to USTR, seeking date

The negotiation team from Bangladesh will fly to America once the USTR fixes a date for the talks

10h ago