যান্ত্রিক ত্রুটি, চট্টগ্রামে নেপালি উড়োজাহাজের জরুরি অবতরণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় রয়েল নেপাল এয়ারলাইনসের একটি উড়োজাহাজ চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কাঠমান্ডু থেকে ব্যাংকক যাওয়ার পথে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। 

বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ জানান, ফ্লাইট নম্বর ৪০১ উড়োজাহাজটিতে পাইলট ও কেবিন ক্রুসহ ১৫৯ জন যাত্রী ছিলেন। পাইলট জরুরি অবতরণের বিষয়ে যোগাযোগ করলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। পরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। রয়েল নেপালের টেকনিক্যাল টিম উড়োজাহাজটি মেরামত করার পর রাত সাড়ে ১০টায় এটি ব্যাংককের উদ্দেশে রওনা হয়।

উল্লেখ্য, রয়েল নেপালের কোন ফ্লাইট বাংলাদেশে পরিচালনা করা হয় না। এ ফ্লাইটের কোনো যাত্রী বাংলাদেশি নন বলে জানান বিমানবন্দরের পরিচালক।

 

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

2h ago