১৪ সেপ্টেম্বর থেকে বিমানের ঢাকা-গুয়াংজু ফ্লাইট

বিমান
ফাইল ছবি

ঢাকা থেকে চীনের গুয়াংজু রুটে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পুনরায় শুরু হচ্ছে।

ওইদিন রাত ১০টা ২০মিনিটে বিমানের ফ্লাইট বিজি৩৬৬ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গুয়াংজুর উদ্দেশে যাত্রা করবে। 

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমান এ তথ্য নিশ্চিত করেছে।

ইতোমধ্যে বিশেষ ছাড়ে এ রুটের টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট কিনতে পারবেন।

বিমানের ওয়েবসাইট ও অ্যাপস থেকে টিকেট কেনার ক্ষেত্রে প্রমোকোড NEWYEAR23 ব্যবহার করে মূল ভাড়ার ওপর ৫ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।      

ঢাকা-গুয়াংজু রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বনিম্ন ভাড়া টিকিটপ্রতি ৩০ হাজার ৬৭০ টাকা এবং রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৫০ হাজার ৫৩৯ টাকা থেকে। 

অন্যদিকে গুয়াংজু-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে একমুখী সর্বনিম্ন ভাড়া টিকিটপ্রতি ২৪ হাজার ১৫৭ টাকা থেকে শুরু এবং রিটার্ন টিকিটের সর্বনিম্ন মূল্য ৪৮ হাজার ৯১১ টাকা। 

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ ছাড় চালু থাকবে।    

ঢাকা থেকে সপ্তাহে প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত ১০টা ২০মিনিটে বিমানের ফ্লাইট গুয়াংজুর উদ্দেশে যাত্রা করবে এবং গুয়াংজু পৌঁছাবে পরদিন ভোর ৪টায়। 

গুয়াংজু থেকে সপ্তাহে প্রতি শুক্রবার, সোমবার ও বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সকাল ৭টা ২০ মিনিটে।    
  
বিমান ছাড়া বর্তমানে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনস এবং চায়না সাউদার্ন এই রুটে সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালনা করছে।

Comments

The Daily Star  | English

BNP opposes RPO amendment requiring alliance parties to use own symbols

Salahuddin says the change will discourage smaller parties from joining coalitions

21m ago