২০১৬: গানের পালে নতুন হাওয়া

দেশের সংগীতাঙ্গনে একটা পরিবর্তন চোখে পড়ছে। নতুন হাওয়া লেগেছে গানের পালে। বেসুরো-মানহীন সৌখিন কণ্ঠশিল্পীদের গান শ্রোতারা আর গ্রহণ করছেন না। এর পেছনে বড় একটা ভূমিকা রেখেছে পাঁচ বছর ধরে অনুষ্ঠিত বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব।

এই উৎসব ধীরে ধীরে শ্রোতাদের গান শোনার কান তৈরি করে দিচ্ছে। এখানে সংগীতের খ্যাতনামা সমঝদাররা শুদ্ধসংগীত পরিবেশন করে বুঝিয়ে দিয়েছেন গানটা অনেক বেশি  সাধনার। যাঁরা গান করেন তাঁরাও বিষয়টা অনুভব করছেন। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে দেশীয় শিল্পীদের অংশগ্রহণ দিনকে দিন বাড়ছে, যা আমাদের আশাবাদী করে তোলে।

উচ্চাঙ্গসংগীত উৎসবের পাশাপাশি গানের রুচি পরিবর্তনে ফোক ফেস্টেরও বড় একটা অবদান রয়েছে। বেসুরো গান শ্রোতারা গ্রহণ করেন না তার প্রমাণ পাওয়া যাচ্ছে। আশাকরি, শ্রোতাদের গান শোনার রুচি আরও বদলে যাবে আগামীতে। বেসুরো, নকল গানের কণ্ঠশিল্পীরা কোণঠাসা হয়ে পড়বে। সংগীতের জন্য এটি আশাব্যঞ্জক। সংগীতে তাঁরাই টিকে থাকবেন যাঁরা শুদ্ধর্চচায় নিজেদের মগ্ন রাখবেন। নকল গান, বেসুরো গায়কী, নকল মিউজিক ভিডিওর দাপটে হয়তো সাময়িক টিকে থাকা যায় কিন্তু হারিয়ে যেতে হয় নীরবেই।

চলতি বছরে সংগীতে আশা জাগানিয়া কিছু বিষয়ের মাঝে রয়েছে ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর এলআরবি ব্যান্ডের সফল ২৫ বছর পূর্তি। খ্যাতিমান কণ্ঠশিল্পী রুনা লায়লার সংগীত জীবনের সফল ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশ-বিদেশে সংবর্ধনা পাওয়া। ইউটিউবে গান প্রকাশের প্রবণতা ও মুঠোফোন কোম্পানির নিজেদের অ্যাপে গান প্রকাশ।

সাথে কিছু অপ্রাপ্তিও রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে অডিও বাজার থেকে সিডির প্রায় বিলুপ্তি। এক গানের সিঙ্গেল আর তিন গানের এক্সটেন্ডেড প্লে বা ইপি অ্যালবাম বের করার প্রবণতা বৃদ্ধি। চলতি বছরের চলচ্চিত্রের আলোচিত গান, মিউজিক ভিডিও, ইউটিউব ভিউ এবং প্রশংসিত গানের একটি তালিকা দেওয়া হলো দ্য ডেইলি স্টার অনলাইন পাঠকদের জন্য।

আলোচিত ১০ গান (চলচ্চিত্র)

১. ধীরে ধীরে যাও না সময়; চলচ্চিত্র: আয়নাবাজি; সুরকার: হাবিব ওয়াহিদ; কণ্ঠশিল্পী: হাবিব ও অন্বেষা

২. দিলদিল; চলচ্চিত্র: বসগিরি; সুরকার: শওকত আলী ইমন; কণ্ঠশিল্পী: কণা ও ইমরান

৩. ডানাকাটা পরী; চলচ্চিত্র: রক্ত; সুরকার: আকাশ; কণ্ঠশিল্পী: কনিকা কাপুর ও আকাশ

৪. রাতভর; চলচ্চিত্র: সম্রাট; সুরকার: ইমরান; কণ্ঠশিল্পী: ইমরান

৫. আয়না বল না; চলচ্চিত্র: অস্তিত্ব; সুরকার: নাভেদ পারভেজ; কণ্ঠশিল্পী: নন্দিতা ও তাহসিন

৬. দুনিয়া; চলচ্চিত্র: আয়নাবাজি; সুরকার: চিরকুট, কণ্ঠশিল্পী: শারমিন সুলতানা সুমি (চিরকুট)

৭. লাগভেলকী লাগ; চলচ্চিত্র: আয়নাবাজি; সংগীত পরিচালক: ফুয়াদ; কণ্ঠশিল্পী: জোহান আলমগীর ও শেখ ইসতিয়াক

৮. বেপরোয়া মন; চলচ্চিত্র: আমি তোমার হতে চাই; কণ্ঠশিল্পী ও সুরকার: হাবিব

৯. কেন রে তোর মাঝে; চলচ্চিত্র: সুইটহার্ট; কণ্ঠশিল্পী ও সুরকার: আহমেদ হুমায়ুন

১০. তোকে চাই; চলচ্চিত্র: চোখের দেখা; সুরকার: এ মিজান; কণ্ঠশিল্পী: ন্যান্সি ও ইমরান

আলোচিত ১০ মিউজিক ভিডিও (ইউটিউব ভিউয়ার অবলম্বনে)

১. ফিরে আসো না, শিল্পী: ইমরান, মুক্তি পেয়েছে ২৮ এপ্রিল; ভিউয়ার ৭৯ লক্ষের বেশি

২. ঝুম, শিল্পী মিনার; মুক্তি পেয়েছে ১৩ জুন; ভিউয়ার ৭৯ লক্ষের বেশি

৩. রেশমি চুড়ি, শিল্পী কণা; মুক্তি পেয়েছে ৩১ মার্চ, ভিউয়ার ৭১ লক্ষের বেশি

৪. লোকাল বাস, শিল্পী মমতাজ; মুক্তি পেয়েছে ২ সেপ্টেম্বর, ভিউয়ার ৪৬ লক্ষের বেশি

৫. মনের ঠিকানা, শিল্পী হাবিব; মুক্তি পেয়েছে ১ আগস্ট; ভিউয়ার ৪৪ লক্ষের বেশি

৬. তোর লাগিরে, শিল্পী এফ এ সুমন; মুক্তি পেয়েছে ৬ অক্টোবর; ভিউয়ার ৬২ লক্ষের বেশি

৭. তুমি ছাড়া, শিল্পী আরফিন রুমি; মুক্তি পেয়েছে ১২ এপ্রিল; ভিউয়ার ২৫ লক্ষের বেশি

৮. ইচ্ছে মানুষ, শিল্পী শাওন গানওয়ালা; মুক্তি পেয়েছে ১২ মে; ভিউয়ার ৬৫ লক্ষের বেশি

৯. বাহুডোরে, শিল্পী ইমরান; মুক্তি পেয়েছে ৫ জুলাই; ভিউয়ার ৪৮ লক্ষের  বেশি

১০. সাত জনম, শিল্পী কাজী শুভ ও পূজা; মুক্তি পেয়েছে ৫ জানুয়ারি; ভিউয়ার ২৪ লক্ষের বেশি

প্রশংসিত ১০ গান ও অ্যালবাম

১. বৃষ্টিবিহীন, শিল্পী: ন্যান্সি

২. ছিপ নৌকো, শিল্পী: তাহসান-কণা

৩. জানালার গ্লাস, শিল্পী: বাপ্পা মজুমদার

৪. সারাংশে তুমি (অ্যালবাম), শিল্পী: কুমার বিশ্বজিৎ

৫. সাদাকালো (অ্যালবাম), শিল্পী: ফাহমিদা নবী

৬. দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী (অ্যালবাম)

৭. চুলের যত্ন নিও, শিল্পী আসিফ আকবর

৮. পরানের বন্ধু, শিল্পী সালমা

৯. মায়া, শিল্পী ঐশী

১০ তোমার কিছুটা জানি, শিল্পী তানভীর তারেক

Comments

The Daily Star  | English
National Consensus Commission Holds Talks with BNP, Jamaat, and NCP

Parties split over ‘pluralism’, nat’l constitutional council

The National Consensus Commission’s talks with major political parties have yielded a broad consensus on key issues such as caretaker government system and a bicameral parliament, but the parties remain divided on some sensitive questions.

10h ago