ফ্ল্যাটের দাম বাড়বে

নতুন বাজেটে ফ্ল্যাটের দাম বাড়বে

আবাসন প্রতিষ্ঠানের পরিষেবার ওপর সরকার ভ্যাট বাড়ানোয় ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেস ক্রেতাদের বাড়তি খরচ করতে হবে। চলতি অর্থবছরে এই খাতে ভ্যাট রয়েছে সাড়ে ৭ শতাংশ। আগামী অর্থবছরে ভ্যাট বেড়ে ১০ শতাংশ হবে।

এছাড়া, রডের ওপর নির্ধারিত ভ্যাট বৃদ্ধির ফলে নির্মাণ খরচ বৃদ্ধি পাবে। ফলে সার্বিকভাবে ফ্ল্যাট ও গৃহনির্মাণের খরচ বাড়বে।

জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে ভিন্ন আঙ্গিকে পেশ হলো বাজেট। এবার সংসদ না থাকায় সংসদের আলোচনা বা বিতর্কের কোনো সুযোগ থাকছে না। উপদেষ্টা পরিষদের অনুমোদন নিয়ে অর্থ উপদেষ্টা বাজেট উপস্থাপন করার পর ৩০ জুন তা রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে কার্যকর করা হবে।

তবে অতীতের রেওয়াজ মেনে বাজেট ঘোষণার পরদিন সংবাদ সম্মেলনে এসে বাজেট নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এছাড়া পুরো জুন মাসজুড়ে অংশীজনদের মতামত নেওয়ার কথাও তিনি বলেছেন।

 

Comments