চিনির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

টিপু মুনশি, চিনির দাম, চিনি,
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সেমিনারে শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু ‍মুনশি। ছবি: সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়েই চলেছে। যার প্রভাব আমাদের দেশেও পড়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে ট্যারিফ কমিশনকে বলা হয়েছে। তারা জানিয়েছে দেশের চিনির দামের সঙ্গে আন্তর্জাতিক মূল্যের কিছুটা পার্থক্য আছে। সেটা আমরা সমন্বয় করব।

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও মেডিসিনাল প্ল্যান্টস অ্যান্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এছাড়া, নির্ধারিত মূল্যে বাজারে চিনি বিক্রি হচ্ছে কি না তা মনিটরিং করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন 'চিনির ওপর যে শুল্কহার নির্ধারণ করা আছে তা কমানো অথবা ছাড় দেওয়ার বিষয়ে আমরা জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ করব। এটা করা হলে চিনির দাম কিছুটা কমানো সম্ভব হবে।'

টিপু মুনশি বলেন, 'আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমানোর সঙ্গে সঙ্গে দেশের বাজারে দাম কমিয়ে দেওয়া হয়েছে এবং হ্রাস করা মূল্যে তেল বিক্রি হচ্ছে। সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য সাধারণ মানুষের হাতের নাগালে রাখতে প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে। কিন্তু, যেসব পণ্য আমদানি করতে হয় সেসব পণ্যের মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে বাজারে বিক্রি করতে হয়।'

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, 'দেশে চিনি ও ভোজ্যতেলের চাহিদার বিপরীতে প্রায় পুরোটাই আমদানি করতে হয়। এই দুই পণ্যর দাম ওঠা নামা করে, কারণ আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারে তার প্রভাব পড়ে।'

সেমিনারে বাণিজ্যমন্ত্রী বলেন, 'আয়ুর্বেদিক ওষুধ শিল্প একটি প্রাচীন চিকিৎসা ব্যবস্থা, যা মানুষের আস্থা অর্জন করেছে। সরকারের পাশাপাশি বেসরকারিভাবে এর উন্নয়ন ও বিকাশে কাজ করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলো আয়ুর্বেদিক ওষুধ বিদেশে রপ্তানি করে। আমরাও আমাদের দেশে উৎপাদিত আয়ুর্বেদিক ওষুধ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করতে পারি। এজন্য সুযোগ কাজে লাগাতে হবে। এ লক্ষ্য পূরণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।'

Comments

The Daily Star  | English

World Cup games will be moved if host cities aren't 'safe': Trump

 Trump has a close working relationship with FIFA president Gianni Infantino

36m ago