দেশের প্রথম সাসটেইনেবিলিটি বন্ডে মেটলাইফের ২৫৭.৫ কোটি টাকা বিনিয়োগ

রানার অটোমোবাইলস লিমিটেড, সাসটেইনেবিলিটি বন্ড, মেটলাইফ,
ছবি: সংগৃহীত

রানার অটোমোবাইলস লিমিটেডের ইস্যু করা দেশের প্রথম সাসটেইনেবিলিটি বন্ডে ২৫৭.৫ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ বাংলাদেশ।

এই বিনিয়োগ বাংলাদেশের বন্ড বাজারের প্রবৃদ্ধিতে অবদান রাখবে এবং মেটলাইফের শক্তিশালী বিনিয়োগ পোর্টফোলিওকে আর দৃঢ় করবে। এই বিনিয়োগের ফলে বর্তমানে দেশের আর্থিক খাতে মেটলাইফ বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগের পরিমাণ হচ্ছে ১৭ হাজার কোটি টাকার বেশি।

আন্তর্জাতিক প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপের অংশ গ্যারান্টকো বন্ডটির ঝুঁকি নিরসনে শতভাগ গ্যারান্টি দিয়েছে। এ লেনদেনে অ্যারেঞ্জার ও অ্যাডভাইজর হিসেবে রয়েছে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং ট্রাস্টি হচ্ছে ডিবিএইচ।

মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, 'বাংলাদেশে আমাদের বিনিয়োগ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং দেশের প্রথম সাসটেইনেবিলিটি বন্ড চালুর অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এই যুগান্তকারী বিনিয়োগ বাংলাদেশের প্রবৃদ্ধি ও সমৃদ্ধি এবং সামনে আরও উন্নত আর্থিক বাজারে পরিণত হওয়ার সম্ভাবনার প্রতি আমাদের আস্থার বহিঃপ্রকাশ।'

রানার অটোমোবাইলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার চৌধুরী বলেন, 'যাত্রা শুরুর পর থেকে রানার অটোমোবাইলস পিএলসি বাংলাদেশের অটোমোবাইল খাতে অত্যাধুনিক ও পরিবেশ-বান্ধব প্রযুক্তি চালু করতে এবং পরিবহন খাতে টেকসই প্রভাব তৈরিতে ভূমিকা রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চলাচলের ক্ষেত্রে রানারের পরিবেশ-বান্ধব সমাধান সম্প্রসারণের পাশাপাশি দেশজুড়ে কমিউনিটি পর্যায়ে পরিবেশ-বান্ধব জ্বালানি-নির্ভর প্রযুক্তির ব্যবহার বিস্তারে রানার ২৬৭.৫ কোটি টাকার টেকসই বন্ড ইস্যু করতে গ্যারান্টকোর সঙ্গে অংশীদারিত্ব করেছে, যা বাংলাদেশের প্রথম আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাসটেইনিবিলিটি বন্ড।'

'এই বন্ডের অর্থায়নের মাধ্যমে রানার অটোমোবাইলস তিন চাকার বাহন কিনতে আগ্রহী চালকদের জন্য ঋণ সুবিধা দিতে পারবে এবং একইসঙ্গে উৎপাদন সুবিধার জন্য কারখানার ছাদে ৪ মেগাওয়াট শক্তি সম্পন্ন সৌর প্ল্যান্ট নির্মাণ করবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Rice output fell in FY25 despite historic high Boro harvest

Bangladesh’s total rice production fell slightly in the last fiscal year (FY) 2024-25, even as farmers harvested a record Boro crop supported by favourable weather and expanded cultivation.

5h ago