দীপাবলি উপলক্ষে আজ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

দীপাবলি উপলক্ষে আজ মঙ্গলবার বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকছে। তবে বেনাপোল কাস্টমস হাউস এবং বন্দরের কার্যক্রম যথারীতি চলবে। পাসপোর্টধারী ভ্রমণকারীরা স্বাভাবিকভাবেই সীমান্ত অতিক্রম করতে পারবেন।
ভারতীয় পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী জানান, দীপাবলি উপলক্ষে পেট্রাপোল বন্দরে ভারতীয় ব্যবসায়ীরা সব বাণিজ্য কার্যক্রম স্থগিত রাখবেন।
তিনি বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে বেনাপোল বন্দর কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানিয়েছি। তবে, দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বেনাপোল বন্দর এবং কাস্টমস খোলা থাকবে এবং বুধবার সকালে বাণিজ্য পুনরায় শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক তাজুল ইসলাম বলেন, ভারতের কালীপূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল রুট দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য স্থগিত থাকলেও সীমান্তবর্তী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
তিনি আরও বলেন, বৈধ পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ভারতীয় দীপাবলির ছুটির কারণে মঙ্গলবার কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে না।
'তবে, সমস্ত বন্দর এবং কাস্টমস কার্যক্রম খোলা থাকবে। ভারত থেকে পণ্য পরিবহনকারী খালি ট্রাকগুলো ফেরত পাঠানোর জন্য চেকপোস্ট কার্গো বিভাগও চালু থাকবে।'
তিনি আরও বলেন। বেনাপোল বন্দর এবং কাস্টমস খোলা থাকবে এবং বুধবার সকালে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হবে।
এর আগে, দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম স্থগিত ছিল।
Comments