বিদেশি প্রতিষ্ঠানের হাতে চট্টগ্রাম বন্দর ইজারার খবরে হেফাজতে ইসলামের উদ্বেগ
চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হতে পারে, এমন খবরে উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম।
আজ সোমবার দুপুরে সংগঠনের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমানের স্বাক্ষতির এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কোনো অবস্থাতেই বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা যাবে না।
হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, বন্দর বাংলাদেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক শক্তির জীবনরেখা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় বন্দরের ব্যবস্থাপনা কোনো বিদেশি প্রতিষ্ঠান বা শক্তির কাছে হস্তান্তরের যেকোনো উদ্যোগ রাষ্ট্রের স্বার্থের প্রতি সুস্পষ্ট হুমকি। এতে জাতীয় নিরাপত্তা বিপন্ন করতে পারে।
আরও বলা হয়, এ ধরনের পদক্ষেপ দেশের ভবিষ্যৎ, অর্থনৈতিক স্বাধীকার এবং দীর্ঘমেয়াদে আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকর। কোনো কৌশলগত স্থাপনা বা ব্যবস্থাপনার নামে বিদেশি আধিপত্য, বিশেষ সুবিধা বা গোপন চুক্তি জাতীয় স্বার্থের পরিপন্থী এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জনগণের আত্মত্যাগ ও শ্রমে নির্মিত চট্টগ্রাম বন্দর নিয়ে যেকোনো সিদ্ধান্তে পূর্ণ স্বচ্ছতা, জনবিশ্বাসের প্রতি শ্রদ্ধা এবং রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। গোপন আলোচনা বা চুক্তির মাধ্যমে কিংবা জনগণের অগোচরে জাতীয় সম্পদ হস্তান্তরের যেকোনো প্রচেষ্টা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।
আরও বলা হয়েছে, জাতীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে কোনো অবহেলা, সমঝোতা বা বিদেশি চাপ মেনে নেওয়া হবে না। চট্টগ্রাম বন্দর দেশের এবং দেশেরই থাকবে। প্রয়োজনে এটিকে রক্ষায় ব্যাপক জনসচেতনতা ও গণআন্দোলন গড়ে তোলার জন্য আমরা প্রস্তুত।


Comments