বিশ্ববাজারে এসএমই খাত সম্প্রসারণে পেপ্যাল চালুর কথা ভাবছে সরকার

রয়টার্স ফাইল ফটো

বাংলাদেশ ক্ষুদ্র উদ্যোক্তাদের বিশ্ব বাজারে প্রবেশ বাড়াতে এবং শক্তিশালী ডিজিটাল সংযোগের মাধ্যমে কুটির ও ক্ষুদ্র শিল্প (এসএমই) খাতকে আধুনিক করতে পেপ্যালের মতো আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমগুলোকে একীভূত করার দিকে এগোচ্ছে বাংলাদেশ।

আজ বুধবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) বার্ষিক সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ কথা জানান।

গভর্নর বলেন, 'আমরা ইতোমধ্যেই নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের বাধা দূর করেছি। পেপ্যালের মতো প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে এসএমই খাতের লেনদেন সহজ হওয়া উচিত।'

বিশ্ব বাজার পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি স্থানীয় উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করতে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়েগুলোকে একীভূত করার গুরুত্ব তুলে ধরেন।

গভর্নর একইসঙ্গে সাপ্লাই চেইন শক্তিশালী করে বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইন্টিগ্রেশন এবং শক্তিশালী ডিজিটাল ও টেকসই প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি বলেন, 'এখানে প্রতিষ্ঠানগুলো নিজেরাই সবকিছু করার চেষ্টা করে। এর মধ্যে কর জটিলতা এবং নীতিগত অসঙ্গতির চ্যালেঞ্জ আছে।'

অর্থায়নের বিষয়ে গভর্নর আহসান এইচ মনসুর বিসিকের ঋণ বিতরণের সীমিত সুযোগের সমালোচনা করেন।

তিনি বলেন, 'মাত্র ২০০-২৫০ কোটি টাকা ঋণ বিতরণ করা হচ্ছে। এটি অনেক বেশি হওয়া উচিত ছিল।'

এর পেছনে তিনি দুর্বল বিতরণ প্রক্রিয়া এবং অপর্যাপ্ত প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিকে ইঙ্গিত করেন।

গভর্নর ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বা বিশেষায়িত ব্যাংকগুলোর সঙ্গে অংশীদারত্বের সুপারিশ করেন যেন ঋণ নির্ধারিত এসএমইগুলোর কাছে পৌঁছায়।

বিসিক উদ্যোক্তাদের জন্য একটি গতিশীল অনলাইন বাজারের আহ্বান জানিয়ে গভর্নর ক্রেতাদের সঙ্গে সরাসরি উৎপাদনকারীদের সংযোগ স্থাপন, মধ্যস্বত্ত্বভোগীদের নির্মূল এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য একটি পেশাদার ই-কমার্স প্ল্যাটফর্মের প্রস্তাব করেন।

'এটি নিয়মিত হালনাগাদ করা উচিত এবং পেশাদারত্বের সঙ্গে পরিচালিত হওয়া উচিত। আমাদের মানসম্পন্ন আইটি কর্মী ও অবকাঠামোর পেছনে বিনিয়োগ করা উচিত,' বলেন তিনি।

সতর্ক করে তিনি বলেন, বাজার তৈরি না করে সরবরাহ বৃদ্ধি সঠিক নয়। 'বিক্রি করতে না পারলে উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। বাজারে প্রবেশাধিকার প্রথমে থাকা উচিত,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

14h ago