অনলাইন সনদ জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ছবি: সংগৃহীত

মৎস্য বিভাগের সনদ অনলাইনে না যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে হিমায়িত মাছ রপ্তানি বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে সনদ জটিলতায় রপ্তানিকারকরা বিল এন্ট্রি করতে পারছেন না। এতে কার্যত বন্ধ হয়ে গেছে মাছ রপ্তানি কার্যক্রম।

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বলেন, 'বন্দরে রপ্তানি আয়ের বড় উৎস মাছ। অনলাইন সনদ চালু করতে দেরি হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।'

জটিলতা না কাটা পর্যন্ত প্রতিদিন অন্তত দেড় কোটি টাকার রপ্তানি থমকে থাকবে বলে জানান তিনি।

আখাউড়া উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম বলেন, 'জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনার বিষয়টি আগে জানা ছিল না। বুধবার বিষয়টি জেনে তারা অনলাইন আইডির জন্য আবেদন করেন এবং ইতিমধ্যে আইডি ও পাসওয়ার্ড পেয়েছেন।'

রপ্তানিকারকরা অনলাইনে নিবন্ধন শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিনি।

ব্যবসায়ীরা জানান, আখাউড়া বন্দর থেকে প্রতিদিন ৫০ থেকে ৭০ টন হিমায়িত রুই, কাতল, পাঙ্গাস, তেলাপিয়া, পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছ ভারতে রপ্তানি করা হয়। প্রতি কেজির গড় মূল্য ২ দশমিক ৫ মার্কিন ডলার।

মাছ রপ্তানি সনদ এতোদিন উপজেলা মৎস্য অফিস হাতে-কলমে দিলেও গত ১৩ নভেম্বর এটি অনলাইন করার নির্দেশনা দেয় এনবিআর।

Comments

The Daily Star  | English

Trump imposes full travel bans on citizens from Syria, Palestine and 5 more countries

The latest move brings to nearly 40 the number of countries whose citizens face restrictions in coming to the US

1h ago