টিকা উৎপাদনে বাংলাদেশকে ৩৩৮ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবি, এম এ মান্নান, এডিমন গিন্টিং, এডিবির ঋণ,
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংয়ের বৈঠক। ছবি: সংগৃহীত

ডেঙ্গুসহ বিভিন্ন রোগের টিকা উৎপাদনে বাংলাদেশকে ৩৩৮ মিলিয়ন ডলার ঋণ দিতে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আজ বুধবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বৈঠককালে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং এ তথ্য জানান।

সভা শেষে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ঋণের অর্ধেক সাধারণ ঋণ হিসেবে বিবেচিত হবে, বাকি অর্ধেকের সুদ বাজারদরের তুলনায় কিছুটা কম হবে।

Comments

The Daily Star  | English
Taka vs us dollar in Bangladesh

US dollar rises against taka

The American greenback was sold for as high as Tk 122.75 today, up from a high of Tk 122.30 last week

32m ago