গত অর্থবছরে ডেসকোর লোকসান ৫০৫ কোটি টাকা

ডেসকো, ডিএসই, লোকসান, ডেসকোর লোকসান,

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) লোকসান হয়েছে ৫০৫ কোটি ৭০ লাখ টাকা।

এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো লোকসান করল ডেসকো।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, গত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৭০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৩ টাকা ৬১ পয়সা।

ডেসকো লোকসান সামান্য কমার জন্য পরিমিত রাজস্ব বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার ওঠানামাকে কারণ হিসেবে উল্লেখ করেছে।

এদিকে ঋণাত্মক রিটেইনড আর্নিংসের কারণ দেখিয়ে অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ

ঢাকার পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ডেসকো ২০২৩ অর্থবছরে রেকর্ড ৫৪১ কোটি টাকা লোকসান করেছিল। ২০২২ অর্থবছরের পর সেবারই প্রথমবারের মতো লোকসানে পড়ে কোম্পানিটি।

ডিএসইতে আজ দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত ডেসকোর শেয়ারের দাম ৫ দশমিক ৬ শতাংশ কমে ২২ টাকা ৫০ টাকায় দাঁড়িয়েছে।

Comments

The Daily Star  | English

A unique approach to looking at the future

This is the first instalment of a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

3h ago