‘ওয়াক্ত’ দিয়ে নুহাশ হুমায়ূনের ‘ষ’ এর দ্বিতীয় সিজন শুরু আজ

'ষ' এর দ্বিতীয় সিজনের পাঁচ বন্ধু। ছবি: সংগৃহীত

নুহাশ হুমায়ূন পরিচালিত জনপ্রিয় সিরিজ 'পেট কাটা ষ' এর দ্বিতীয় সিজন '২ষ' শুরু হচ্ছে। চার সপ্তাহে মুক্তি পাবে চারটি নতুন গল্প। 

আজ বুধবার রাত ১২টায় চরকিতে আসছে সিরিজের প্রথম পর্ব 'ওয়াক্ত'। এই পর্বে পাঁচ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু ও রাফায়াতুল্লাহ সোহান।

পাঁচ জনের পাপের পাঁচ রকম অলৌকিক পরিণতি নিয়ে প্রথম পর্বটি। সিরিজের অন্য পর্বগুলো হলো 'ভাগ্য ভালো', 'অন্তরা' ও 'বেসুরা'।

নির্মাতা নুহাশ হুমায়ূন বলেন, 'খারাপ কাজের পর বা যদি বলি, পাপ করার পর অনেকের মধ্যে অনুশোচনা হয়, অনেকের হয় না। "ওয়াক্ত" গল্পে এরকম একটা মনস্তত্ব নিয়ে কাজ করেছি। গল্পটা লেখা এবং এর নির্মাণ আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। এখানে পাঁচটি প্রধান চরিত্র নিয়ে কাজ করতে হয়েছে। একজনকে নিয়ে কাজ করাই কঠিন, সেখানে পাঁচজনকে নিয়ে কাজ করাটা আরও কঠিন। তারপরও সবার সহযোগিতায় কাজটি ভালো হয়ে উঠেছে বলে আমার মনে হয়।'

তিনি আরও বলেন, 'অনেকেই মনে করেন, হরর মানেই অন্ধকার থেকে একটা ভূত লাফ দিয়ে আসবে। "২ষ" হরর জনরার হলেও এটি মূলত সাইকোলজিক্যাল হরর নিয়ে কাজ করেছে। "পেট কাটা ষ" ছিল ছোট বেলায় শোনা ভূতের গল্প বা ছড়িয়ে থাকা ভূতের গল্প নিয়ে। কিন্তু এবার আমরা চেষ্টা করেছি সমাজের কোন জিনিসটা আমরা বেশি ভয় ভাই, সেটা নিয়ে কাজ করতে। তাই আমরা বলছি, ভূত-প্রেত নাকি মানুষ, কীসে বেশি ভয়? অন্ধকারের ভূতের চেয়ে সমাজের অনেক ইস্যু আমাদের মধ্যে বেশি ভয়ের সৃষ্টি করছে। "২ষ" এ সেটাই বলার চেষ্টা করেছি।'

Comments

The Daily Star  | English

Last witness to a lost kingdom: Landslides push Tripura families to the brink

Once spread across several areas of Chunarughat, the Tripura people have now been reduced to just 24 families

1d ago