শুটিংয়ের পরও অনেকদিন চরিত্র থেকে বের হতে পারিনি: তমা মীর্জা

তমা মীর্জা। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মীর্জা অভিনীত নতুন ওয়েব ফিল্ম 'আমলনামা' শিগগিরই মুক্তি পাচ্ছে চরকিতে। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তমা মীর্জাকে।

দ্য ডেইলি স্টারকে তমা মীর্জা বলেন, আমলনামার গল্প অসাধারণ। যারা অভিনয় করেছেন তারা অসাধারণ কাজ করেছেন। যত্ন নিয়েই করেছেন। রায়হান রাফী অসাধারণ একটি কাজ করেছেন। আমি মনে করি আমলনামা রায়হান রাফীর সেরা একটি কাজ।

দর্শকদের উদ্দেশে এই নায়িকা বলেন, দর্শকরা সবসময়ই ভালো কাজ দেখতে পছন্দ করেন। ভালো কাজের সঙ্গে থাকেন তারা। আমলনামার গল্প তাদের ছুঁয়ে যাবে। দর্শকদের অনেক বছর মনে থাকবে আমলনামার কথা। গল্পটা দাগ কেটে যাবে।

ছবি: স্টার

তমা মীর্জা আরও বলেন, আমলনামা ওয়েব ফিল্মে আমি অভিনয় করেছি পারভীন চরিত্রে। শুটিং করার পর চরিত্রটি থেকে বের হতে সময় লেগেছে। অনেকদিন এই চরিত্র থেকে বের হতে পারিনি। পারভীন আমার পছন্দের একটি চরিত্র।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার লাইফে মনে রাখার মতো কাজ হতে যাচ্ছে আমলনামা। কিছু কাজ আমি করেছি যার প্রশংসা এখনো পাই। তেমনই আমলনামার চরিত্র আমাকে প্রশংসা ও ভালোবাসা দেবে মানুষের কাছ থেকে—এটুকু বিশ্বাস আছে।

ছবি: ফেসবুক থেকে নেওয়া

আমলনামার টিমওয়ার্ক সম্পর্কে তমা মীর্জা বলেন, সত্যি কথা বলতে একটি ভালো কাজের জন্য ভালো পরিচালক যেমন দরকার, ভালো অভিনয়শিল্পীও দরকার। ঠিক তেমনি করে ভালো টিমওয়ার্কও দরকার। আমলনামার টিমওয়ার্ক ভালো ছিল। চোখে পড়ার মতো ছিল।

আমলনামা শিগগিরই মুক্তি পাচ্ছে—এই বিষয়ে তমা বলেন, আমার বিশ্বাস সবারই আমলনামা ভালো লাগবে। আপনারা চরকিতে আমলনামা দেখবেন। তারপর মতামত জানাবেন। এই গল্প সমসাময়িক।

ছবি: ফেসবুক থেকে নেওয়া

আমলনামাতে তমা মীর্জা ছাড়াও অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করেছন জাহিদ হাসান। আরও অনেকেই অভিনয় করেছেন।

অন্যদিকে তমা মীর্জা অভিনীত নতুন সিনেমা 'দাগী' আসছে এবারের ঈদে মুক্তির তালিকায় রয়েছে। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। আফরান নিশোর বিপরীতে তিনি এই সিনেমায় অভিনয় করেছেন।

Comments

The Daily Star  | English

The unhealed wounds of 1971: Bangladesh's unfinished liberation

The 1971 Bangladesh Liberation War was not merely a military conflict; it was a civilisational rupture that tore through the social fabric of an entire nation, leaving scars that have never properly healed.

2h ago