ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি উৎসবের চতুর্থ আসর শুরু

ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪ এর চতুর্থ আসর অনুষ্ঠিত হচ্ছে।
আজ রোববার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান শুরু হয়।
শুরুতে আলিফিয়া স্কোয়াড ও পারসা ইভানার পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের উপস্থাপনা করছেন নাজিবা বাশার এবং ইরফান সাজ্জাদ।
দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, 'ওটিটি প্লাটফর্মকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখি। এটা সৃজনশীল মানুষদের জন্য নতুন প্লাটফর্ম। এখানে সৃজনশীল মানুষদের বিরাট সম্ভাবনা আছে। আমরা সেইসব সৃজনশীল মানুষদের সম্মন জানাতে চাই।'
তিনি আরও বলেন, 'এই প্লাটফর্মে ভালো কাজ করলে ঢাকার কাজ ওটিটির মাধ্যমে আন্তর্জাতিক লেভেলে চলে যেতে পারে।'

এবার ডিজিটাল প্লাটফর্মে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২৭ জনকে সম্মাননা দেওয়া হবে।
সেরা কনটেন্ট ক্রিয়েটরের (রেসিপি, ফুড, ট্রাভেল) পুরস্কার জেতেন নাদির অ্যান্ড গো।
বেস্ট কনটেন্ট ক্রিয়েটর অব দ্য ইয়ার হয়েছেন যৌথভাবে নাফিজ সেলিম ও শুভাশীষ ভৌমিক।
সেরা কম্পোজার হয়েছেন মেঘবালিকার জন্য ইমন চৌধুরী।
সেরা গীতিকারের পুরস্কার জিতেছেন সাদাত হোসাইন।
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোরারের পুরস্কার জিতেছেন জাহিদ নীরব।
সেরা কম্পোজার হয়েছেন মেঘবালিকার জন্য ইমন চৌধুরী।
সেরা সাউন্ড ডিজাইনারের পুরস্কার জিতেছেন আদীপ সিং মানকি।
সেরা মেকআপ আর্টিস্ট হয়েছেন রুবাবা ফাইরুজ। সেরা কস্টিউম ডিজাইনার জান্নাত মৌরি।
Comments