ওটিটিতে আসছে ‘গিরগিটি’

ছবি: সংগৃহীত

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে তাদের নতুন ওয়েব সিরিজ 'গিরগিটি'। লস্কর নিয়াজ পরিচালিত সিরিজটি ১৬ অক্টোবর থেকে দেখা যাবে।

সিরিজটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মোহনা মিম, নাদের চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, মিলন ভট্টাচার্যসহ আরও অনেকে।

পরিচালক লস্কর নিয়াজ বলেন, 'কোনো অতিমানবীয় গোয়েন্দা নয়, বরং আমাদের আশেপাশের চরিত্রদের নিয়ে একটি মানবিক গল্প বলতে চেয়েছি।'

মানুষ যখন গিরগিটির মতো রঙ বদলায়, তখন সত্য আর মিথ্যার ফারাক করা কঠিন হয়ে পড়ে। অপরাধ, দুর্নীতি ও বিশ্বাসঘাতকতার এমনই এক অন্ধকার জগৎ নিয়ে এই সিরিজ।

গিরগিটি থ্রিলারটির গল্প শুরু হয় এক নির্জন মহাসড়কে নৃশংস হত্যাকাণ্ড দিয়ে, যা পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে দেয়। এই হত্যাকাণ্ডের তদন্তে নামেন ডিটেকটিভ মারুফ চৌধুরী (ইরফান সাজ্জাদ)। তদন্তে তিনি এক ভয়ংকর করপোরেট মাদক চক্রের সন্ধান পেলেও ভেতরের বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার খেলায় একসময় নিজেই জড়িয়ে পড়েন বিপজ্জনক জালে।

কে শিকার আর কে শিকারি—সেই রহস্যের জট খুলতেই এগোবে এই থ্রিলারের গল্প।

Comments

The Daily Star  | English

Tribunal sends 15 army officers to jail

Chief prosecutor says government and jail authorities will decide where to house the accused

3h ago