সাদি মহম্মদের জানাজা কাল দুপুরে, দাফন মোহাম্মদপুর জামে মসজিদ কবরস্থানে

সাদী মহম্মদ। ছবি: সংগৃহীত

রবীন্দ্র সংগীতশিল্পী সাদি মহম্মদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ধানমন্ডিতে আল মারকাজুল ইসলামীতে নেওয়া হয়েছে।

বুধবার রাত সাড়ে ১১টায় তার মরদেহ সেখানে নিয়ে যাওয়া হয়।

তার পরিবার সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর মোহাম্মদপুর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে মোহাম্মদপুর জামে মসজিদ কবরস্থানে দাফন করা হবে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদি মহম্মদ মারা যান। নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।

রবীন্দ্র সংগীতশিল্পী, শিক্ষক ও সুরকার সাদি মহম্মদ বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে রবীন্দ্র সংগীতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। অসংখ্য সিনেমা ও নাটকে প্লেব্যাক করেছেন তিনি।

 

Comments

The Daily Star  | English
Bangladeshi companies investing abroad

Local companies’ outward investment hits $35m

Bangladeshi companies are investing more money abroad, suggesting that local firms are becoming more confident

13h ago