জেমসের স্ত্রী কে এই নামিয়া আমিন? 

নামিয়া আমিন। ছবি: সংগৃহীত

নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমস বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম নামিয়া আমিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ে, সন্তান নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ভক্ত-সহকর্মীসহ বিভিন্ন মাধ্যমের অনেকেই শুভেচ্ছায় ভাসাচ্ছেন তাদের। 

তবে অনেকেই জানতে চাচ্ছেন জেমসের স্ত্রী কে এই নামিয়া আমিন?

জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন দ্য ডেইলি স্টারকে জানান, 'জেমসের তৃতীয় স্ত্রীর নাম নামিয়া আমিন। তার বাবা নুরুল আমিন আর মা নাহিদ আমিন। বহু বছর ধরে তারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। যুক্তরাষ্ট্রেই নামিয়ার জন্ম ও বেড়ে উঠা। সেখানে একজন নৃত্যশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে।'

জেমসের সঙ্গে নামিয়া আমিনের সম্পর্ক ও বিয়ের বিষয়ে রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, '২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসে জেমস-নামিয়ার পরিচয়। জেমসের তখন আমেরিকা ট্যুর চলছিল। সেই শো থেকে নামিয়ার সঙ্গে জেমসের সম্পর্ক শুরু হয়। আমেরিকা ট্যুর শেষে জেমস বাংলাদেশে ফিরে আসেন। কিছুদিন যেতেই নামিয়াও বাংলাদেশে ছুটে আসেন। তারপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের ১২ জুন তাদের বিয়ে হয়। এরপর থেকে জেমসের বনানীর বাসাতেই বাস করছেন তারা।'

স্ত্রী ও সন্তানের সঙ্গে জেমন। ছবি: রবিন ঠাকুরের সৌজন্যে

রবিন আরও জানান, চলতি বছরেই জেমস-নামিয়ার সংসার আলোকিত করে আসে পুত্রসন্তান। ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় এই দম্পতির প্রথম ছেলে জিবরান আনাম।

জেমস এর আগে চিত্রনায়িকা রথি ও বর্তমানে আমেরিকা প্রবাসী বেনজীর সাজ্জাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজীরের কাছ থেকে তিনি আলাদা হয়েছেন। কেননা বেনজীর তাদের একমাত্র কন্যা সন্তান জাহানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছিলেন। আর জেমস কোনোভাবেই গান আর দেশ ছাড়বেন না। তখন সমঝোতার ভিত্তিতেই দুজনের ছাড়াছাড়ি হয়।

আর প্রথম স্ত্রী রথির ঘরে জেমসের পুত্র দানিশ ও কন্যা জান্নাত রয়েছে। 

 

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

15h ago