৯০ দশকের গল্প বলবেন পার্থ বড়ুয়া

পার্থ বড়ুয়া। ছবি: সংগৃহীত

'নাইনটিজ মিউজিক স্টোরি' অনুষ্ঠানে নব্বই দশকের অভিজ্ঞতা শোনাতে আসছেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া।

নব্বই দশকের শুরুতে দেশের আলোচিত ব্যান্ড 'সোলস'-এ যোগ দিয়েছিলেন পার্থ। শুরুতে কি-বোর্ডিস্ট, পরবর্তীতে লিড গিটারিস্ট।

'আজ দিন কাটুক গানে' অ্যালবামে তার গাওয়া 'কেন এই নিঃসঙ্গতা' গানটি শ্রোতাপ্রিয়তা পায় নব্বই দশকের মাঝামাঝি সময়ে। এরপর থেকে সোলসের গিটারিস্ট ও ভোকাল হিসেবে নিয়মিত তিনি।

ব্যান্ডের মূল কম্পোজারের কাজও করেন পার্থ। বর্তমানে ব্যান্ডটির কার্যক্রম পরিচালিত হয় তাকে কেন্দ্র করেই।

সোলসের সঙ্গে প্রায় ৩৫ বছরের পথচলায় নব্বই দশককে আলাদাভাবে মূল্যায়ন করেন পার্থ। বাংলাদেশের ব্যান্ড সংগীতের সোনালী অধ্যায় হিসেবে বিবেচিত নব্বই দশকেই উত্থান তার। তাই সেই সময়টার বিশেষ আবেদন আছে তার কাছে।

কি-বোর্ডিস্ট হিসেবে সোলসে এসে পরবর্তীতে মূল শিল্পী হয়ে ওঠা, সেই সময়ের রেকর্ডিং, স্টুডিও কালচার, গানের আড্ডা, গান তৈরির গল্পসহ অনেক স্মৃতিকথা বলবেন তিনি 'নাইনটিজ মিউজিক স্টোরি' অনুষ্ঠানে।

রিয়াদ শিমুলের গ্রন্থনা ও এস এম হুমায়ুন কবিরের প্রযোজনায় অনুষ্ঠানটি  মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে  আজ শনিবার রাত ১২টায়।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

15h ago