কর্ণাটকের দিভিতা রাই হলেন মিস ডিভা ইউনিভার্স-২০২২

দিভিতা রাই (বামে) ও হারনাজ সিন্ধু। ছবি: মিস ডিভা প্রতিযোগিতার ইন্সটাগ্রাম পেজ থেকে

মিস ডিভা ইউনিভার্স-২০২২ হয়েছেন কর্ণাটকের দিভিতা রাই। ২৩ বছর বয়সী এই সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দিয়েছেন মিস ইউনিভার্স-২০২১ এর বিজয়ী হারনাজ সিন্ধু।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার রাতে দিভিতা রাইয়ের মাথায় এই ‍মুকুট ওঠে।

মিস ডিভা ইউনিভার্স ২০২২ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন ২০০০ সালের মিস ইউনিভার্স লারা দত্ত, ১৯৬৪ এর মিস ইন্ডিয়া মেহের কাস্টেলিনো, মিস ইন্ডিয়া ১৯৮০ সংগীতা বিজলানি, মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০০৪ তনুশ্রী দত্তসহ অনেকেই।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Miss Diva (@missdivaorg)

দিভিতা রাইয়ের জন্ম ভারতের কর্ণাটকে। তবে, বাবার চাকরির সুবাদে ভারতের বিভিন্ন শহরে বেড়ে উঠেছেন তিনি। দিভিতা পেশায় একজন আর্কিটেট ও মডেল। এ ছাড়া, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ছবি আঁকার শখ রয়েছে তার।

Comments

The Daily Star  | English

19 killed in Nepal in 'Gen Z' protest over social media ban

Police used live ammunition, tear gas, and water cannons against protesters demonstrating against social media restrictions and corruption

5h ago