শিল্পী সমিতির সভাপতি হতে রাজী নন ইলিয়াস কাঞ্চন ও শাকিব খান

ইলিয়াস কাঞ্চন ও শাকিব খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল। নির্বাচনের প্যানেল নিয়ে চলচ্চিত্র শিল্পীদের মধ্যে চলছে জোর প্রস্তুতি।

নির্বাচনে সভাপতি হিসেবে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে গুঞ্জন শোনা গেলেও, তিনি নির্বাচন করছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অন্যদিকে সমিতির বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চনও ২০২৪-২৫ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচন করছেন না বলে একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।  

তবে, শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তার একই পদে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে।   

ডিপজল আলাদা একটা প্যানেল থেকে নির্বাচন করবেন। 

এছাড়া, মতপার্থক্যের কারণে শিল্পী সমিতির কমিটির মেয়াদের শেষ পর্যায়ে এসে নিজ পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন সহ-সম্পাদক সাইমন সাদিক। 

তিনি আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানা গেছে। 

Comments

The Daily Star  | English

Onion imports to resume Sunday

50 permits, allowing up to 30 tonnes each, to be issued daily

9h ago