ক্ষমতার অপব্যবহার হয়েছে: জায়েদ খান

চিত্রনায়ক জায়েদ খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে। 

গতকাল শনিবার চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজনের অনুষ্ঠানে এমন সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে বর্তমান কমিটি। 

কমিটির ঘোষণাপত্রে জানানো হয়, কোনোরূপ সাংগঠনিক দুর্বলতা না পেয়ে ব্যক্তিগত আক্রোশে ধারাবাহিকভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের নামে মিথ্যা, মনগড়া ও কুরুচিপূর্ণ তথ্য প্রচার করায় জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে।  

বিষয়টি নিয়ে শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বচন কমিশনার খোরশেদ আলম খসরু বক্তব্য দিয়েছেন। 

এ বিষয়ে জায়েদ খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'কারও সদস্যপদ বাতিল করার বিষয়ে কিছু নিয়ম আছে, তার কোনো কিছুই করা হয়নি। তারা সভা করে আমাকে চিঠি পাঠানোর কথা, তার কিছুই করেনি। এটা অন্যায়ভাবে করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে এমন করা হয়েছে। এইরকম কোনো নিয়ম আছে বলে আমার জানা নেই।'

'গতকাল তাদের পিকনিক হয়েছে, কেউ জানে না। যেখানে আমি কয়েকবারের নির্বাচিত সাধারণ সম্পাদক, অথচ শিল্পী সমিতির এই পিকনিকে আমাকে কোনো কার্ড পাঠানো কথা মনে করেনি। সবকিছু মিলিয়ে সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছে এই কমিটি', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

USTR yet to give date for final tariff talks

The Trump administration is scheduled to apply the new tariff rates for the countries concerned from August 1.

10h ago