নিপুণের ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ চেয়ে এফডিসিতে মিছিল

নিপুণের বিপক্ষে এফডিসিতে মিছিল। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটছে। নির্বাচনের ২৫ দিন পর চিত্রনায়িকা নিপুণ আক্তার আদালতে রিট করেন। 

বিজয়ীদের ফুলের মালা দিয়ে বরণ করার ২৫ দিন পর আদালতে রিট করেন সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। 

এই রিটের পর সাধারণ সম্পাদক পদে বিজয়ী ডিপজলের ফলাফলের ওপর ৬ মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

চলচ্চিত্র শিল্পীদের এসব বিষয় নিয়ে আজ বুধবার বিকেলে এক সভার ডাক দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। 

সভা শুরুর কিছুক্ষণ আগে এফডিসিতে একটুখানি উত্তেজনা দেখা যায়। সেখানে কয়েকজন শিল্পী নিপুণের বিপক্ষে মিছিল করেন। তারা ব্যানার হাতে নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

গত ১৯ এপ্রিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। এবার সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হন। 

সবার আগে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছিলেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। 

Comments

The Daily Star  | English
Bangladesh coastal belt migration

Bangladesh’s coastal belt: Families pushed into migration, debt traps

A 2023 study found that 59 percent of households in Shyamnagar's three unions had at least one member who migrated for work

8h ago