দেশে জমজমাট দুই সিনেমা, কলকাতায় গেলেন জয়া

জয়া আহসান
জয়া আহসান। ছবি: সংগৃহীত

দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত দুটি সিনেমা ঈদুল আজহায় দেশে মুক্তি পেয়েছে। একটি রায়হান রাফী নির্মিত 'তাণ্ডব', অন্যটি তানিম নূর নির্মিত 'উৎসব'। দুটি সিনেমাই দেশে বেশ ভালো চলছে।

এই দুই সিনেমা যখন দেখে জমজমাট, তখন নতুন একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে কলকাতায় গেলেন জয়া। গতকাল থেকে কলকাতায় শুরু হয়েছে কৌশিক গাঙ্গুলী নির্মিত 'আজও অর্ধাঙ্গিনী' সিনেমার শুটিং।

এ সিনেমার প্রথম পর্ব 'অর্ধাঙ্গিনী'র মতো এবারও জয়া আহসানের সঙ্গে অভিনয় করবেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায়।

এই সিনেমায় অভিনয় প্রসঙ্গে জয়া আহসান বলেন, 'কৌশিকদার সঙ্গে আমরা খুব উপভোগ করে কাজ করি। এবারও তেমনটি হবে। কাজের ক্ষেত্রে প্রতিদিন আলাদা অভিজ্ঞতা হয়। নিজেকে আরও উন্নত করি অভিনেত্রী হিসেবে। এতে আবারও আমার সহশিল্পী হিসেবে চূর্ণী গাঙ্গুলীকে পাচ্ছি। তার মতো অভিনেত্রী পাওয়া মানে নিজের চরিত্রের আরও উত্তরণ ঘটা।'

সুমনের (কৌশিক) অসুস্থতাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী শুভ্রা (চূর্ণী) ও বর্তমান স্ত্রী মেঘনার (জয়া) দেখা হওয়া এবং টানাপোড়েনকে ঘিরে তৈরি হয়েছিল অর্ধাঙ্গিনী সিনেমার গল্প। আগের ঘটনার বছর দুয়েক পর একটা বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হন সুমন, শুভ্রা ও মেঘনা। এভাবেই এগিয়ে যাবে নতুন পর্বের গল্প।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

5h ago