হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে

হাসান মাসুদ। ছবি: সংগৃহীত

টেলিভিশন অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার রাতে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 

জানা গেছে, গতকাল রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে যান এই অভিনেতা। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে বলেন, 'অভিনেতা হাসান মাসুদ স্ট্রোক করেছেন। তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসাধীন তিনি।'

'এ ধরনের রোগীরা সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে থাকেন। এরপর পরবর্তী চিকিৎসাপদ্ধতি সম্পর্কে বলা যাবে,' বলেন তিনি।

Comments