ব্রাত্য বসুর সঙ্গে কাজ করে মনেই হয়নি তিনি মন্ত্রী: চঞ্চল চৌধুরী
দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এখন ভারতে আছেন। ব্রাত্য বসুর সিনেমার শুটিং করছেন। সিনেমাটির নাম 'শেকড়'।
মুঠোফোনে চঞ্চল দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, নতুন সিনেমার শুটিং শেষ হয়েছে। খুব ভালোভাবেই কাজটি করতে পেরেছি।
'বোলপুরে শুটিং করেছি আমরা। সুন্দর একটি গ্রাম। প্রতিদিন শুটিং দেখতে অসংখ্য মানুষ ভিড় করতেন। কিন্তু শুটিংয়ের কোনো সমস্যা হতো না। বরং আমাদের প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছেন ওখানকার মানুষেরা।'
এক প্রশ্নের জবাবে চঞ্চল চৌধুরী বলেন, সত্যি কথা বলতে এখন যেখানেই যাই ভক্ত কিংবা দর্শকরা শুধু ছবি তুলতে চান। কিন্তু বোলপুরে গিয়ে ভিন্ন চিত্র দেখতে পেয়েছি। ওখানে স্কুলের ছাত্ররাও আসতো শুটিং দেখতে। ওরা খাতা কিংবা ডায়েরি বের করে দিয়ে অটোগ্রাফ চেয়েছে। অটোগ্রাফ চাওয়া দেখে মুগ্ধ হয়েছি।
'অটোগ্রাফ ও ছবি তোলা—দুটিই করতে হয়েছে। তবে, কেউ অনুমতি ছাড়া ছবি তোলেননি। বিষয়টি ভীষণ ভালো লেগেছে। সেই সঙ্গে অটোগ্রাফের জন্যও অনুমতি চেয়েছে। এই বিষয়টি ভালো লেগেছে।'
পরিচালক ব্রাত্য বসু সম্পর্কে চঞ্চল চৌধুরী বলেন, পরিচালক হিসেবে তিনি অত্যন্ত মেধাবী। মানুষ হিসেবেও ভালো। অনেক গুণ তার। এটা সবাই জানেন। তিনি তো বর্তমানে একজন মন্ত্রীও। আমার আগে তার সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন। তিনি মঞ্চেরও মানুষ। শুটিং করার সময় কখনোই মনেই হয়নি তিনি একজন মন্ত্রী। বরং পেশাদার পরিচালকের মতোই তিনিও শতভাগ পেশাদার একজন পরিচালক।
'শেকড়' সিনেমার সহশিল্পীদের বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, শেকড় সিনেমায় যারা অভিনয় করেছেন বেশিরভাগই কলকাতার মঞ্চের মানুষ। আমিও মঞ্চের অভিনেতা। তাই পুরো টিমের সঙ্গে বোঝাপড়াটা ভালো ছিল। সবাইকে সবাই বুঝতে পেরেছেন।'
যে গ্রামে শুটিং করেছেন, সেখানকার মানুষ সম্পর্কে চঞ্চল চৌধুরী বলেন, এই গ্রামটি একটা কমফোর্ট জোন বলব। অভিনয়ে আমরা সবাই মনোযোগী ছিলাম। শত শত মানুষের ভিড় থাকলেও কাজটি ভালো মতো করতে পেরেছি। গ্রামের মানুষ খুব সরল। তারা পূর্ণ সহযোগিতা করেছেন।
ওখানকার মানুষ আপনার কাজ দেখেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ওখানকার দর্শকরা আমাদের কাজ দেখেন। মোশাররফ করিম, আফরান নিশো, অপূর্ব, জয়া আহসান ও আমার কাজ দেখেন। অন্যদের কাজও দেখেন। রাস্তায় দাঁড়িয়ে যখন শুটিং করছিলাম, তখন আমাদের কাজ নিয়ে প্রশংসা করেছিল।
'বাংলাদেশের কাজের প্রতি তাদের আলাদা দুর্বলতা আছে', বলেন চঞ্চল।
চঞ্চল চৌধুরী আরও বলেন, ওরা যখন কথা বলছিল, তখন স্যার বলে সম্বোধন করেছিল। খুব বিনয়ের সঙ্গে বলেছিল, স্যার অটোগ্রাফ নিতে পারি? তারপর যখন অটোগ্রাফ দেওয়া শেষ করি, তখনই আমাদের কাজ নিয়ে প্রশংসা করে।
শেকড় নিয়ে সবশেষে তিনি বলেন, আশা করছি শেকড় একটি ভালো সিনেমা হবে। দর্শকদের ভালো লাগবে।
অন্যদিকে, 'শেকড়' সিনেমার বাইরে চঞ্চল চৌধুরী কলকাতায় একাধিক পরিচালক ও প্রযোজকের সঙ্গে নতুন সিনেমা নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে অন্যতম একজন পরিচালক হচ্ছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।
এই পরিচালকের বাসায় চঞ্চল চৌধুরী ও বাংলাদেশের তাসনিয়া ফারিণ নতুন সিনেমা নিয়ে কথা বলেছেন। এরপর তার পরিচালিত ও জয়া আহসান অভিনীত 'ডিয়ার মা' সিনেমা দেখেছেন সেখানে।
চঞ্চল চৌধুরী বলেন, অনিরুদ্ধ রায় চৌধুরীর বাসায় গিয়ে 'ডিয়ার মা' সিনেমা দেখেছি। দুর্দান্ত একটি গল্প-নির্ভর সিনেমা। জয়া আহসান অসাধারণ অভিনয় করেছেন।
'ডিয়ার মা' দেখার পর অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে কোয়েল মল্লিকের নতুন সিনেমার প্রিমিয়ার শোতে গিয়েছিলেন। সেখানে প্রসেনজিৎ, দেব, জিৎ-সহ অনেক তারকার সঙ্গে দেখা হয়েছে চঞ্চল চৌধুরীর। তিনি বলেন, খুব ভালো লেগেছে ওইরকম একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে। ওখানকার অনেক নির্মাতা ও শিল্পী আমাদের সঙ্গে কাজ করতে চায়।
নতুন সিনেমার বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, আশা করছি আগামী বছর থেকে অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন সিনেমার শুটিং শুরু করব।
এদিকে, তানিম নূর পরিচালিত 'বনলতা এক্সপ্রেস' ও রেদোয়ান রনি পরিচালিত 'দম' সিনেমার শুটিংও শুরু করার সম্ভাবনা রয়েছে চলতি বছরেই।


Comments