ইয়াশের সঙ্গে মান-অভিমান-খুনসুটি হয়, আবার মিটেও যায়: তটিনী

ছবি: সংগৃহীত

তানজিম সাইয়ারা তটিনী অভিনীত প্রথম ওয়েব ফিল্ম 'তোমার জন্য মন' সম্প্রতি মুক্তি পেয়েছে। শিহাব শাহীন পরিচালিত ও তটিনী-ইয়াশ রোহান জুটির এই ফিল্ম দর্শকদের প্রশংসায় ভাসছে। তটিনীও প্রশংসা পাচ্ছেন সবার কাছ থেকে।

দ্য ডেইলি স্টারকে তটিনী বলেন, খুব ভালো সাড়া পাচ্ছি চারদিক থেকে। সবাই ভীষণ প্রশংসা করছেন, ইতিবাচক মন্তব্য করছেন। এত মানুষের ভালোবাসা পেয়ে মনটা ভরে গেছে। সত্যি কথা বলতে, দর্শকরা ভালো কাজ সবসময়ই পছন্দ করেন। 'তোমার জন্য মন' প্রচার হওয়ার পর আবারও প্রমাণ হলো।

পরিচালক শিহাব শাহীনের সঙ্গে তটিনীর এটিই প্রথম ওয়েব ফিল্ম। এ বিষয়ে তিনি বলেন, শিহাব শাহীন ভাইয়ের পরিচালনায় প্রথমে একটি নাটক করেছি। এখনো প্রচার হয়নি। এরপর 'তোমার জন্য মন' করলাম তার পরিচালনায়।

শিহাব শাহীনের পরিচালনায় কাজের অভিজ্ঞতা জানতে চাইলে তটিনী বলেন, শিহাব শাহীন ভাইয়ের পরিচালনায় অভিনয় করাটাই আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। কিছুটা ভয়েরও। কেন ভয় করে জানি না। কিন্তু এক ধরনের ভয় কাজ করে।

তটিনী প্রথম যে ওয়েব ফিল্মে অভিনয় করেন তার নাম 'অ্যানথোলজি'। পরিচালনা করেছেন পিপলু আর খান। বেশ বিরতির পর এবার প্রচার হলো 'তোমার জন্য মন'।

তটিনী বলেন, শুটিং করার আগে আমরা রিহার্সাল করার সুযোগ পেয়েছি। আসলে ওটিটির কাজগুলো তো একটু আলাদা হয়, ভিন্ন হয়। প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই কাজটি করতে গিয়ে পরিচালক শিহাব শাহীন ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। পুরো টিমটিই ভালো ছিল। অনেক গোছানো।

তটিনী-ইয়াশ জুটি হিসেবে অনেকগুলো নাটক করেছেন। সেসব কাজ দর্শকপ্রিয়তা পেয়েছে। তবে ওয়েব ফিল্মে এবারই প্রথম দুজনে জুটি হয়েছেন।

সহশিল্পী ইয়াশ সম্পর্কে তটিনী বলেন, টেনশন ছিল, এত বেশি নাটক দুজনে একসঙ্গে করেছি, ওয়েবে কীভাবে নেবেন দর্শকরা। কিন্তু প্রচার হওয়ার পর দেখলাম দর্শকরা আমাদের জুটিটাকে ভালোভাবে নিয়েছেন। আসলে কাজের কোয়ালিটি যদি ভালো হয়, কাজটি যদি মানসম্পন্ন হয়, তাহলে দর্শকরা দেখেন।

ইয়াশের সঙ্গে বন্ধুত্ব সম্পর্কে তিনি বলেন, খুব ভালো বন্ধু আমরা। মানুষের অনেক আগ্রহ আছে আমাদের নিয়ে। কিন্তু আমরা শুধুই বন্ধু। ব্যক্তি ইয়াশ অনেক ভালো মানুষ।

দুজনার মান-অভিমান হয় কি না জানতে চাইলে তটিনী বলেন, হয়। ইয়াশের সঙ্গে প্রচণ্ড মান-অভিমান হয়, খুনসুটি হয়, আবার মিটেও যায়।

কী নিয়ে মান-অভিমান হয় জবাবে তিনি বলেন, দেখা গেল ইয়াশ একটা মতামত দিয়েছে, তা নিয়ে শুরু হয় আমাদের মান-অভিমান। আবার দেখা গেল আমি একটা মতামত দিলাম, তা নিয়েও শুরু হয়। পরে অবশ্য ঠিক হয়ে যায়।

নতুন কাজের বিষয়ে তটিনী জানান, আগামীকাল থেকে নতুন একটি কাজ শুরু করবেন। অন্যদিকে, ইমরাউল রাফাতের পরিচালনায় একটি ঈদের নাটকের শুটিং শেষ করেছেন। বিপরীতে আছেন জোভান। এ ছাড়া, রুবেল হাসানের পরিচালনায় একটি নাটক করবেন।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

4h ago