আমি সৌভাগ্যবান অভিনেতা: আফরান নিশো

আফরান নিশো। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

টেলিভিশন নাটক ও ওয়েব ফিল্মের পরীক্ষিত অভিনেতা আফরান নিশো নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন। দেশের সীমানা পেরিয়ে কলকাতাও রয়েছে তার অসংখ্য ভক্ত।

গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের ৩১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নিশো অভিনীত 'সুড়ঙ্গ'। সিনেমার প্রচারণার জন্য কয়েকদিন ধরে সেখানেই রয়েছেন নিশো।

কলকাতায় 'সুড়ঙ্গ'র প্রিমিয়ারে উপস্থিত থেকে সিনেমাটি উপভোগ করেছেন নিশো। এ বিষয়ে তিনি বলেন, 'আমি সৌভাগ্যবান অভিনেতা। বাংলাদেশে মুক্তির পর পশ্চিমবঙ্গে সুড়ঙ্গ। প্রতিবেশী দেশে এমন অভিষেকের পর নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।'

কলকাতার দর্শকদের সঙ্গে সিনেমা দেখার অনুভূতি প্রকাশ করতে গিয়ে নিশো বলেন, 'দর্শকদের মধ্যে প্রচণ্ড উত্তেজনা ছিল। গল্পের স্বাদটা তারা পেয়েছেন, প্রচুর হাততালি দিয়েছেন।'

নিশো আরও বলেন, 'কয়েকটি দিন কলকাতায় গণমাধ্যমের সঙ্গে যে পরিমাণ কথা বলতে হয়েছে, সবাই যেভাবে সিনেমাটি গ্রহণ করেছে, সেটা তো বড় একটা প্রাপ্তি।'

নিজ দেশের মতো পশ্চিমবঙ্গ জুড়ে সুড়ঙ্গর পোস্টার ও ব্যানার দেখতে কেমন লাগছে জানতে চাইলে নিশো বলেন, 'খুব ইতিবাচকভাবে দেখছি বিষয়টি। কলকাতায় অভিষেকটা খুবই সুন্দর হয়েছে। আমি অভিভূত, মুগ্ধ।'

'ভালো গল্প পেলে দর্শক সিনেমা দেখেন, এটা আবারও প্রমাণিত হলো সুড়ঙ্গর মাধ্যমে,' যোগ করেন নিশো।

আফরান নিশো। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

কলকাতা থেকে আজ রোববার ঢাকায় ফিরেছেন নিশো। তিনি বলেন, 'কলকাতার মানুষের ভালোবাসা, তাদের আবেগ ও উচ্ছ্বাস ভুলতে পারছি না। সত্যি বলছি, এপার বাংলা আর ওপার বাংলা আলাদা করতে পারিনি।'

সম্প্রতি এক মন্তব্যকে কেন্দ্র করে নায়ক নিরবের সঙ্গে আফরান নিশোর দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসও দিয়েছেন নিরব। বন্ধুর সঙ্গে এই দ্বন্দ্বের বিষয়ে জানতে চাইলে নিশো বলেন, 'নিরবের সঙ্গে বন্ধুত্ব ঠিকই আছে। মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা নিয়ে আর কথা বলতে চাই না।'

Comments

The Daily Star  | English

No winter in Bangladesh by 2100?

New study warns of temperatures rising by 4.5°C if greenhouse gas emissions not reduced

1h ago