প্রবল বর্ষণে বরিশালে নদীর পানি বিপৎসীমা ছাড়াল

বৃষ্টির কারণে বরিশাল শহরে জলাবদ্ধতা। ছবি: টিটু দাস/স্টার

প্রবল বর্ষণের কারণে বরিশাল বিভাগের প্রধান প্রধান নদ-নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে বলে জানিয়েছে বিভাগীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

রোববার পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. তাজুল ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইতোমধ্যে বরিশাল বিভাগের বিষখালী নদী ঝালকাঠি পয়েন্টে ছয় সেন্টিমিটার ও বরগুনার বেতাগী পয়েন্টে তিন সেন্টিমিটার বেড়েছে। মেঘনা নদী ভোলার তজুমদ্দিন পয়েন্টে ৬৬ সেন্টিমিটার, কচা নদী পিরোজপুরের উমেদপুর পয়েন্টে তিন সেন্টিমিটার ও বলেশ্বর নদী পিরোজপুর পয়েন্টে চার সেন্টিমিটার বেড়েছে।

পাউবো সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশালে ১৩৭ মিলিমিটার, ভোলা জেলায় ১৫০ মিলিমিটার, ঝালকাঠিতে ১৩৯ মিলিমিটার, পিরোজপুরে ১৫৭ মিলিমিটার, বরগুনা জেলায় ১২৯ মিলিমিটার ও পটুয়াখালী জেলায় ১৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, প্রবল বৃষ্টিতে বরিশাল নগরীরর নিম্নাঞ্চলে পানি জমেছে। পাশাপাশি উপকূলীয় এলাকার অর্ধশতাধিক চরে দুই থেকে চার ফুট পর্যন্ত পানি জমেছে।

Comments

The Daily Star  | English

Jamaat urges govt to announce referendum date by tomorrow

Any delay in holding referendum will also delay national election, Taher says

17m ago